পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পার্ট-২

পাইথন টিউটোরিয়াল


এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে পাইথন প্রোগ্রামিং রান করার জন্য আমাদের প্রথমেই দরকার হবে একটি অ্যাপ এর , যার নাম Pydroid3 এটা প্লে স্টোরে পাওয়া যাবে। তাই আমরা আমাদের ফোন দিয়ে প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব এবং নিচের মতো সার্চ বারে লিখব Pydroid3 ঠিক এইভাবে।
পাইথন টিউটোরিয়াল
এবার নিচে দেখানো অ্যাপসটি ইন্সটল করে নিব।

পাইথন
এরপর অ্যাপসটা আমরা ওপেন করব এবং নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবো এটাকে বলা হয় পাইথন শেল।আমারা বেশির ভাগ প্রোগ্রাম এই পাইথন শেলে করবো।এখানে পাইথন প্রোগ্রাম লিখার পর সেটার আউটপুট দেখতে পাবো রান বাটন এ ক্লিক করে।আবার প্রোগ্রাম লেখার পর সেটাকে মেমোরিতে সেভ করেও রাখতে পারবো।
পাইথন টিউটোরিয়াল
এর পর এই অ্যাপ এর বাম পাশে যে তিনটি বার রয়েছে শেখানে ক্লিক করবো।এই বারের উপর ক্লিক করলে নিচের মত একটা ইন্টারফেস দেখতে পাব।এখন আমরা এখান থেকে টার্মিনাল(Terminal) এর উপর ক্লিক করবো।
পাইথন টিউটোরিয়াল
এবার টার্মিনাল এর উপর ক্লিক করার পর নিচের মত একটা ইন্টারফেস দেখতে পারবো।এখানে নিচের মতো করে লিখবো python 
পাইথন টিউটোরিয়াল
এর পর কিবোর্ড এর ইন্টার বাটনে প্রেস করবো তাহলে নিচের মত একটা ইন্টারফেস ওপেন হবে। এটাকে আমরা ক্যালকুলেটর এর মত ব্যবহার করতে পারবো ঠিক নিচের মত।
পাইথন টিউটোরিয়াল
এখানে 12+12=24 সঠিক ভাবে সমাধান দিয়েছে এবং (+) চিহ্ন যখন আমরা যোগ করবো তখন ব্যবহার করব।12-12=0 বিয়োগ করার জন্য (-) চিহ্ন ব্যবহার করবো।
12*12=144 গুণ করার জন্য (*)চিহ্ন ব্যবহার করবো।12%12=0 ভাগশেষ নির্ণয় করার জন্য (%) চিহ্ন ব্যস করবো। 12/12 ভাগফল নির্ণয় করার জন্য আমরা(/) ব্যবহার করবো।এগুলো প্রতিবার লেখার পর অবশ্যয় কিবোর্ড এর ইন্টার বাটনে প্রেস করবো।
এই ছিলো Pydroid3 অ্যাপ এর সংক্ষিপ্ত পরিচয়।এখন আমরা মূল কাজে চলে যাব অর্থাৎ পাইথন প্রোগ্রাম লিখা শুরু করবো।তাই আমারা পাইথন শেলে চলে যাব। ঠিক নিচের মত করে প্রথম পাইথন কোড লিখবো এবং নিচের দিকে যে রান বাটন আছে সেখানে ক্লিক করে প্রোগ্রাম টি রান করবো।
পাইথন টিউটোরিয়াল
এখানে আমরা print("Hello World") লিখেছি। print হল পাইথনের একটি বিল্টইন ফাংশন। এই print ফাংশন এর ভিতর আমরা যা লিখবো তাই আউটপুট স্ক্রিন এ প্রিন্ট করে দেখাবে ঠিক নিচের মত।
পাইথন টিউটোরিয়াল

ওয়াও এখন আপনিও একজন প্রোগ্রামার। পৃথিবীর সব প্রোগ্রামারগণ Hello World দিয়েই শুরু করে।
আজকের মত এই পর্যন্ত আবার নতুন পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আর আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করে জানাবেন যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url