টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং কাকে বলে? বিস্তারিত আলোচনা
টিগ ওয়েল্ডিং কাকে বল?
টিগ ওয়েল্ডিংঃ টিগ(TIG) এর অর্থ হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস। আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপটন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি অক্ষয়িঞ্চু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয় তাকে টিগ ওয়েল্ডিং বলে। এতে ফিলার রড ব্যবহার হয়।
টিগ ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধাসমূহঃ
সুবিধাসমূহঃ
১। উন্নত মানের ওয়েল্ড জোড়া তৈরি করে।
২। ওয়েল্ডিং বীডসমূহ দোষত্রুটি বিহীন হয়ে থাকে।
৩। এটি কোন স্ল্যাগ তৈরি করে না।
৪। যে কোন পজিশনে ওয়েল্ডিং করা যায়।
৫। অতি দ্রুত ওয়েল্ডিং করা যায়।
৬। এতে কোন ফ্লাক্স ব্যবহারের প্রয়োজন হয় না।
৭। অধিকাংশ ক্ষেত্রে ফিলার রড ছাড়া আবার প্রয়োজনে ফিলার রড ব্যবহার করা যায়।
৮। এই পদ্ধতিতে মূলধাতুর গুণাগুণের কোন পরিবর্তন হয় না।
৯। ওয়েল্ড তল মসৃণ ও সমতল হয়।
১০। কোন স্প্যাটার উৎপন্ন হয় না।
১১। ধোঁয়া উৎপন্ন হয় না।
১২। যে সমস্ত ধাতু অন্যান্য পদ্ধতিতে ওয়েল্ডিং করা সুবিধাজনক হয় না সে ক্ষেত্রে টিগ সুবিধাজনক।
১৩। ইহা নন ফেরাস মেটালের উচ্চমানের ওয়েল্ড তৈরি করে।
অসুবিধাসমূহঃ
১। এটি ধীর গতিসম্পন্ন।
২। দক্ষ কারিগরের প্রয়োজন হয়।
৩।ব্যয় বহুল।
৪। অপারেটরের অধিক নিরাপত্তার প্রয়োজন হয়।
৫। ওয়েল্ডিং সরঞ্জামাদি জটিল থাকায় স্থানান্তর যোগ্যতা কম।
টিগ ওয়েল্ডিং এর ব্যবহারঃ
১। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ওয়েল্ডিং শিল্পে অধিক ব্যবহৃত হয়।
২। বিমান তৈরি কারখানায়।
৩। রাসায়নিক শিল্প কারখানায়।
৪। খাদ্য প্রক্রিয়াজাত কারখানায়।
৫। ঔষধ শিল্প কারখানায়।
৬। মদের কারখানায়।
৭। বিভিন্ন প্রকার গ্যাস ও তেল পাইপ লাইন প্রস্তুতিতে।
৮। শীট মেটাল ও পাতলা কার্যবস্তু ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয়।
৯। বড় হাপর, ট্রানজিস্টর কেস, ইন্সট্রুমেন্ট ডায়াফ্রাম এবং ক্যান সীলিং জোড়ায় ব্যবহৃত হয়।
১০। পারমাণবিক শক্তি, উড়োজাহাজ, কেমিক্যাল ও ইন্সট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে সূক্ষ্ম ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয়।
১১। নিক্ষেপক বাহনে রকেট মোটর চ্যাম্বার ওয়েল্ডিং কাজে ব্যবহৃত হয়।
মিগ ওয়েল্ডিং কি ?এর সুবিধা ও অসুবিধাসমূহঃ
মিগ ওয়েল্ডিংঃ মিগ (MIG) এর অর্থ হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস। যে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি ক্ষয়িঞ্চু মেটাল ইলেকট্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয় তাকে মিগ ওয়েল্ডিং বলে।
সুবিধাসমূহঃ
১। মিগ ওয়েল্ডিং প্রক্রিয়া টিগ ওয়েল্ডিং বা অন্যান্য ওয়েল্ডিং প্রক্রিয়ার চেয়ে অধিক দ্রুততর।
২। গভীর অনুপ্রবেশ বিশিষ্ট ওয়েল্ডিং জোড়া পাওয়া যায়।
৩। পাতলা এবং পুরুষ উভয় প্রকার কার্যবস্তুকে সফলতার সাথে ওয়েল্ডিং করা যায়।
৪। সহজেই যান্ত্রিকভাবে পরিচালনা করা যায়।
৫। মিগ ওয়েল্ডিং প্রক্রিয়ায় ধাতু অধঃক্ষেপণ হার অধিক পাওয়া যায়।
৬। সকল অবস্থানে অধিক দ্রুতিতে অবিরত ওয়েল্ডিং করা যায়।
৭। কোন ফ্লাক্স ব্যবহৃত হয় না। মিগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ও মসৃণ ওয়েল্ডিং পাওয়া যায়, বাড়তি পরিষ্কারের প্রয়োজন পড়ে না বিধায় খরচ কম।
৮। অপারেটরের দক্ষতা কম হলেও চলে। উচ্চ আর্ক গতির জন্য ধাতুর বিকৃতি কম হয়।
৯। কার্বন-ডাই-অক্সাইড ওয়েল্ডিংয়ে খরচ কম হয়।
১০। গভীর অনুপ্রবেশসহ X-Ray মানের ওয়েল্ডিং পাওয়া যায়।
১১। খরচ কম।
অসুবিধাসমূহঃ
১। টিগ ওয়েল্ডিং এর তুলনায় মিগ পদ্ধতি অনেকটা জটিল এবং মেকানিজমের নিয়ন্ত্রণও অনেকটা জটিল।
২। ওয়েল্ডিং যন্ত্রপাতি বেশি মূল্যবান এবং কম স্থানান্তরযোগ্য। এটি আউটডোর কাজের জন্য তেমন উপযোগী নয়।
মিগ ওয়েল্ডিং এর ব্যবহারঃ
১। কার্বন, সিলিকন ও নিম্ন কার্বন স্টিল, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম,কপার, নিকেল এবং এদের সংকর, টিটানিয়াম ইত্যাদি ওয়েল্ডিং এ এই পদ্ধতি ব্যবহৃত হয়।
২। টুল স্টিল ও ডাই ওয়েল্ডিংয়ে।
৩। রেফ্রিজারেটরের অংশসমূহ তৈরিতে।
৪। উড়োজাহাজ, মোটরগাড়ি, প্রেসার ভেসেল এবং জাহাজ নির্মাণ কারখানয়ও এই পদ্ধতি সফলতার সাথে ব্যবহৃত হয়।
টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং এর মধ্যে পার্থক্যঃ
টিগ ওয়েল্ডিংঃ
১। ইলেকট্রোড হিসেবে টাংষ্টেন ব্যবহার করা হয়।
২। ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় না।
৩। তৃতীয় ধাতুর প্রয়োজন হয়।
৪। ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটিতে কাজ করা যায় এবং স্ট্রেইট পোলারিটিতে ব্যবহৃত হয়।
৫। দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায় না।
৬। ইলেকট্রোড ও টর্চকে ঠান্ডা রাখার জন্য পানি সরবরাহ অবশ্যই রাখা প্রয়োজন।
৭।এসি(AC)এবং ডিসি (DC) উভয় প্রকার সরবরাহ ব্যবহার করা যায়।
৮। তুলনামূলকভাবে এই পদ্ধতি সহজ।
মিগ ওয়েল্ডিংঃ
১। ইলেকট্রোড হিসেবে মেটাল ব্যবহার করা হয়।
২। ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয়।
৩। তৃতীয় ধাতুর প্রয়োজন হয় না।
৪। ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটিতে ব্যবহৃত হয়।
৫। দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায়।
৬। ইলেকট্রোড ও নজলকে ঠান্ডা রাখতে পানি ও বায়ু প্রবাহ প্রয়োজন হয়।
৭। কেবলমাত্র ডিসি (DC) সরবরাহ ব্যবহার করা হয়।
৮। তুলনামূলকভাবে এই পদ্ধতি কঠিন।
পার্থক্যগুলো নিচে টেবিল আকারে দেওয়া হলঃ
NO | টিগ ওয়েল্ডিং | মিগ ওয়েল্ডিং |
---|---|---|
01 | ইলেকট্রোড হিসেবে টাংষ্টেন ব্যবহার করা হয়। | ইলেকট্রোড হিসেবে মেটাল ব্যবহার করা হয়। |
02 | ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় না। | ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয়। |
03 | তৃতীয় ধাতুর প্রয়োজন হয়। | তৃতীয় ধাতুর প্রয়োজন হয় না। |
04 | ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটিতে কাজ করা যায় এবং স্ট্রেইট পোলারিটিতে ব্যবহৃত হয়। | ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটিতে ব্যবহৃত হয়। |
05 | দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায় না। | দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায়। |
06 | ইলেকট্রোড ও টর্চকে ঠান্ডা রাখার জন্য পানি সরবরাহ অবশ্যই রাখা প্রয়োজন। | ইলেকট্রোড ও নজলকে ঠান্ডা রাখতে পানি ও বায়ু প্রবাহ প্রয়োজন হয়। |
07 | এসি(AC)এবং ডিসি (DC) উভয় প্রকার সরবরাহ ব্যবহার করা যায়। | কেবলমাত্র ডিসি (DC) সরবরাহ ব্যবহার করা হয়। |
08 | তুলনামূলকভাবে এই পদ্ধতি সহজ। | তুলনামূলকভাবে এই পদ্ধতি কঠিন। |
আরও পড়ুনঃ মিগ ওয়েল্ডিং কাকে বলে? মিগ ওয়েল্ডিং সম্পর্কে বিস্তারিত জানুন