বয়লার কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
বয়লার |
বয়লার কি? উহার শ্রেণী বিভাগঃ
বয়লারঃ বয়লারকে স্টীম জেনারেটর বলা হয়। ইহা এমন একটি বদ্ধ পাত্র বিশেষ যাহাতে পানিকে তাপ প্রয়ােগের মাধ্যমে ষ্টীমে রূপান্তর করা হয়। যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা হয় তাকে বয়লার বা স্টীম জেনারেটর বলে।
টিউবের প্রবাহী অনুসারে-
১। ফায়ার টিউব বয়লার।
২। ওয়াটার টিউব বয়লার।
চুল্লির ধরন অনুসারে-
১। ইন্টারনালী ফায়ার্ড বয়লার।
২। এক্সটারনালী ফায়ার্ড বয়লার ।
অক্ষের (Axis) অবস্থান অনুসারে-
১। ভার্টিক্যাল বয়লার
২। হরাইজন্টাল বয়লার
টিউবের সংখ্যা অনুসারে-
1. single tube boilers
2. Multi tube boilers
ব্যবহার অনুসারে-
১। ষ্টেশনারী বয়লার
২। মােবাইল বয়লার
নির্মাতাদের নাম অনুসারে-
১। ল্যাংকাশায়ার বয়লার
২। ব্যবকক এন্ড উইলকক বয়লার
৩। মেরিন স্কচ বয়লার
৪। লােকোমেটিভ বয়লার
পাঁচটি ফায়ার টিউব বয়লার এর নামঃ
১।ভার্টিক্যাল বয়লার
২। লোকোমোটিভ বয়লার
৩। কোচরান বয়লার
৪। কার্নিশ বয়লার
৫। মেরিন স্কচ বয়লার
পাঁচটি ওয়াটার টিউব বয়লার এর নামঃ
১। ব্যাবকক এন্ড উইলকক্স বয়লার
২। বেনসন বয়লার
৩।স্টারলিং বয়লার
৪। লফলার বয়লার
৫। ল্যামন্ট বয়লার
বয়লার নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহঃ
বয়লার নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ নিম্নে দেওয়া হল:
১। প্রয়ােজনীয় শক্তি এবং ওয়ার্কিং প্রেশার ।
২। জ্বালানি এবং পানির প্রাচুর্যতা।
৩। শক্তি কেন্দ্রের সম্ভাব্য স্থায়ীত্বতা।
৪। সম্ভাব্য লােড ফ্যাক্টর ইত্যাদি।
একটি বয়লারের বিভিন্ন অংশ দেখানো হলঃ
সাধারণ উল্লম্ব বয়লার |
ওয়াটার টিউব ও ফায়ার টিউব বয়লার কি? ইহাদের সুবিধা - অসুবিধাঃ
ওয়াটার টিউব বয়লারঃ ওয়াটার টিউব বয়লারে নলের ভিতর পানি থাকে এবং টিউবের বাহিরের দিকে দিয়া উত্তপ্ত ফারনেস গ্যাস প্রবাহিত হয়।
সুবিধাসমূহঃ
১। ইহাতে অনেকগুলি টিউব ব্যবহৃত হয়, যাহার কারণে বেশী পরিমান পানি উত্তপ্ত করা যায়, সেই কারণে উহার বায়ু উৎপাদন ক্ষমতা বেশী।
২। দ্রুত নিয়মিত পানি টিউবগুলির ভিতর দিয়া প্রবাহিত হয় সেই জন্য তাপ পরিবহন ও দ্রুত সম্ভব হয়। এই কারণে উহার ক্ষমতাও বেশী।
অসুবিধাসমূহঃ
১। পানিতে যদি গ্যাস জাতীয় জিনিস থাকে, তাহা হইলে গ্যাসের জন্য টিউবগুলি অতিরিক্ত গরম হইয়া ফাটিয়া যাইতে পারে ।
২। পানির পরিমান ঘন ঘন পর্যবেক্ষন করা দরকার তাছাড়া রক্ষনাবেক্ষন খরচ বেশী ।
ফায়ার টিউব বয়লারঃ যে বয়লারে টিউবের ভিতর আগুন থাকে তাহাকে ফায়ার টিউব বয়লার বলে।
সুবিধাসমূহঃ
১। ফায়ার টিউব বয়লারের প্রাথমিক খরচ কম ।
২। মেরামত সহজ সাধ্য হয়।
৩। ফায়ার টিউব কারখানাঞ্জ ঢালাই করিয়া তৈরী করতে হয় বলিয়াবেশ মজবুত হয়।
অসুবিধাসমূহঃ
১। টিউবগুলি ফাটিয়া মারাত্মক দূর্ঘটনা ঘটিতে পারে।
২। অপেক্ষাকৃত বেশী স্থানের প্রয়ােজন হয়।
ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লার এর মধ্যে পার্থক্যঃ
পার্থক্য নিম্নে দেওয়া হল:
ওয়াটার টিউব বয়লার:
ওয়াটার টিউব বয়লার |
১. যে বয়লার টিউবের অভ্যন্তরে পানি প্রবাহিত হয়। কিন্তু টিউবের বাহিরে গরম গ্যাস থাকে তাকে ওয়াটার
টিউব বয়লার বলে।
২. এটি উচ্চ চাপ 165 বার এ ষ্টীম উৎপন্ন করে।
৩. ষ্টীম উৎপাদনের হার বেশি।
৪. ওভারঅল দক্ষতা 90% এর বেশী।
৫. এটাকে সহজে স্থানান্তরিত করা যায় কারণ এর বিভিন্ন পার্টস খুলে রাখা যায়।
৬. অপারেটিং কস্ট অনেক বেশী ।
৭. এটা অনেক বড় পাওয়ার প্লান্টে ব্যবহার করা হয়।
৮.বিস্ফোরনের আশংকা বেশি।
৯. অপেক্ষাকৃত কম জায়গার প্রয়ােজন হয়।
১০. গঠন প্রণালী অপেক্ষাকৃত সহজ।
১১. এতে ব্যবহৃত পানি পরিশোধনের প্রয়োজন হয়।
ফায়ার টিউব বয়লারঃ
ফায়ার টিউব বয়লার |
২. এটি 24.5 বার চাপে ষ্টীম উৎপন্ন করে।
৩. ষ্টীম উৎপাদনের হার কম।
৪. ওভারঅল দক্ষতা মাত্র 75%
৫. এটাকে স্থানান্তরিত করা অনেক কঠিন ।
৬. অপারেটিং কস্ট কম।
৭. এটা ছােট কাজের জন্য ব্যবহার করা হয়।
৮. বিস্ফোরনের আশংকা কম।
৯. অপেক্ষাকৃত বেশি জায়গার প্রয়ােজন হয়।
১০.গঠন প্রণালী অপেক্ষাকৃত জটিল।
১১. এতে ব্যবহৃত পানি পরিশোধনের প্রয়োজন হয় না।
বয়লার মাউন্টিং এবং বয়লার এক্সেসরিজঃ
কতগুলি বয়লার মাউন্টিং এবং এক্সেসরিজের নামঃ
বয়লার মাউন্টিংঃ যে সব যন্ত্র ব্যতীত বয়লার উহার কার্য নিরাপদে সম্পাদন করিতে পারে না উহাকে বয়লার মাউন্টিং বলে। কতগুলি
বয়লার মাউন্টিং নিম্নরূপ-
১। ওয়াটার লেভেল ইন্ডিকেটর
২। প্রেসার গেজ
৩। সেফটি ভালভ
৪। ফিউজিবল প্লাগ
৫। ফিড চেক ভালব
৬। ব্লো অব কর্ক
৭। স্টপ ভালব।
বয়লার এক্সেসরিজঃ যে সব যন্ত্রপাতি বয়লারের সঠিক পরিচালনার এবং কাৰ্যদক্ষতা বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে সাহায্য করে উহাদিগকে বয়লার এক্সেসরিজ বলে। যেমন-
১। ইকোনােমাইজার
২। ফিড ওয়াটার হিটার
৩। সুপার হিটার
৪। স্টীম সেপারেটর
৫। রি হিটার
৬। ষ্টীম ইনজেকটর
৭। ষ্টীম কনডেনসার ইত্যাদি।
বয়লার মাউন্টিং এর কাজ:
বয়লার মাউন্টিং এর কাজ নিম্নে দেওয়া হল:
১। পানি পরিমাপক যন্ত্রের সাহায্যে পানির মাত্রা পরিমাপ করা।
২। প্রেশার গেজের সাহায্যে বাষ্পের চাপ পরিমাপ করা ।
৩। সেফটি ভালবের সাহায্যে অতিরিক্ত বাষ্পের চাপ বের করে দিয়ে ধ্বংসের হাত থেকে বয়লারকে রক্ষা করা।
৪। ব্লো অব কর্কের সাহায্যে বয়লারের তলদেশে সঞ্চিত কাদামাটি স্কেল ইত্যাদি অপসারণ করা।
৫। বয়লারের নিরাপত্তা নিশ্চিত করা।
বয়লার এক্সেসরিজের কাজ:
বয়লার এক্সেসরিজের কাজ নিম্নে দেওয়া হল:
১। ফিড পাম্পের সাহায্যে বয়লারে পানি সরবরাহ নিশ্চিত করা।
২। বয়লার হতে প্রাপ্ত আর্দ্র বাম্পকে সুপার হিটারের সাহায্যে পুনরায় তাপ দিয়ে পূর্ণ বাষ্পে পরিনত করা।
৩। চিমনী দিয়ে বের হওয়া উত্তপ্ত ফু গ্যাসের তাপকে ইকোনােমাইজার ব্যবহার করে কাজে লাগানাে।
৪। ষ্টীমের এক্সপানশন রেশিও বৃদ্ধি করা।
৫। পরিত্যক্ত বাষ্পকে ষ্টীম কন্ডেনসারের মাধ্যমে শীতল করে পানিতে পরিনত করে বয়লারে ব্যবহার করা।
৬। ষ্টীমের ব্যাক প্রেশার কমিয়ে দেয়া।
বয়লার এক্সেসরিজ এবং বয়লায় মাউন্টিং এর মধ্যে পার্থক্যঃ
পার্থক্য নিম্নে দেওয়া হল:
বয়লার মাউন্টিংঃ
১। বয়লার সেলে সন্নিবেশিত থাকে।
২। ইহা বয়লারের অপরিহার্য অংশ।
৩। বয়লারের নিরাপত্তার জন্যই বয়লার মাউন্টিং ব্যবহৃত হয়।
৪। যেমন: ওয়াটার লেভেল ইন্ডিকেটর , প্রেসার গেজ,
সেফটি ভালভ ইত্যাদি।
বয়লার এক্সেসরিজঃ
১। বয়লার সেলের নিকটবর্তী স্থানে ব্যবহার করা হয়।
২। ইহা বয়লারের জন্য অপরিহার্য নয়।
৩। বয়লারের কার্যদক্ষতা বৃদ্ধির জন্য বয়লার এক্সেসরিজ ব্যবহৃত হয়।
৪। যেমন: ইকোনােমাইজার, ফিড ওয়াটার হিটার, সুপার হিটার স্টীম সেপারেটর ইত্যাদি।
পানিতে মিশ্রিত অপদ্রব্যগুলাে বয়লারের কি কি ক্ষতি করতে পারে?
১। বয়লারের ভিতরের দেয়ালে আস্তরন সৃষ্টি করে।
২। বয়লার এবং পাইপের গা ক্ষয় করে।
৩। পানিতে ফেনা তৈরি করে এবং প্রাইমিং সৃষ্টি করে।
৪। সকল মেটালিক পদার্থকে ভঙ্গুর করে ।
ইকোনােমাইজার কি? ইহার কাজ কি?
চিমনি গ্যাসের তাপকে যে যন্ত্রের সাহায্যে ফিড ওয়াটারকে তাপ দেয়ার কাজে ব্যবহার করা হয় তাকে ইকোনােমাইজার বলে। বয়লারের সবচেয়ে বড় ক্ষতি হইল অনেক পরিমান তাপ ধোঁয়ার আকারে চিমনী দিয়া বাহির হইয়া যায়। যদিও অনেক সময় এই প্রকার অবস্থাকে রােধ করা যায় না, তবুও কিছু পরিমাণ পরিত্যক্ত তাপকে কাজে লাগানাে যাইতে পারে। যদি অনেকগুলি পাইপ ফ্লু গ্যাস বাহির হওয়ার পথে স্থাপন করিয়া পাইপগুলির ভিতর দিয়া ফিড় পানি প্রবাহিত করা হয় তাহা হইলে ১০% থেকে ৩০% চিমনী গ্যাসের তাপকে কাজে লাগানাে যাইতে পারে ।
ফিড ওয়াটার হিটার কি?
ফিড ওয়াটার হিটার এমন একটি যন্ত্র বিশেষ যাহার মাধ্যমে ফিড পানিকে বয়লার শেলে পাঠানাের পূর্বে গরম করা হয়। ইহার দ্বারা। বয়লারে কম সময়ে বাষ্প উৎপন্ন হয়। জ্বালানী খরচ কমে যায় এবং বয়লারের আয়ুস্কাল বৃদ্ধি পায়।
সুপার হিটার কি? উহার কাজ কি?
সুপার হিটার হচ্ছে বয়লার এক্সেসরিজ এবং বাষ্প উৎপাদনে একটি গুরত্বপূর্ণ ইউনিট, চুল্লি হতে উত্তপ্ত ফু গ্যাসের নিগত হওয়ার পথে স্থাপন করা হয়।
কাজ: এর কাজ হচ্ছে সম্পৃক্ত বাষ্পের চাপ না বাড়িয়ে তাপমাত্রা বাড়ানো।
এয়ার প্রিহিটার কি?
ফার্নেসে প্রবেশের পূর্বে বাতাসকে তাপ দেয়াকে এয়ার প্রিহিটিং বলে । যে যন্ত্রের সাহায্যে এ কাজ সম্পন্ন করা হয় তাকে এয়ার প্রিহিটার বলা হয়।
ফিউজিবল প্লগ কি? ইহা কেন ব্যবহার করা হয়।
ফিউজিবল প্লাগঃ ইহা ব্রোঞ্জের তৈরি একটি প্লাগ যাহার ছিদ্র নরম ধাতু দ্বারা পূর্ণ থাকে। ইহাকে বয়লার ফার্নেসের ক্রাউন বা হেড প্লেটে ফিট করা থাকে।
ব্যবহার: যখন বয়লারের পানির লেভেল কমিয়া যায় তখন অতিরিক্ত উত্তপ্ত হইয়া প্লাগের ধাতু গলিয়া যায়, ফলে প্লাগের ছিদ্র পথ দ্বারা ষ্টীম, ফার্নেসের মধ্যে প্রবাহিত হয় এবং চুল্লিকে নিভাইয়া দেয় অথবা শব্দ করিয়া বয়লার অপারেটরকে সতর্ক করে দেয় ।
সেফটি ভালব কি? ইহা কেন ব্যবহার করা হয়? ইহা কত প্রকার ও কি কি?
সেফটি ভালবঃ বয়লারের মধ্যে ষ্টীমের অতিরিক্ত চাপকে যে ভালবের সাহায্যে বের করা হয় তাকে সেফটি ভালব বলে । এটা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দেয় এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখে।বয়লারের নিরাপত্তার জন্য দুটি সেফটি ভালব রাখা হয় যাতে একটি নষ্ট হয়ে গেলে অপরটি দ্বারা সাময়িকভাবে কাজ চালানাে যায় ।
সেফটি ভালব চার প্রকার।
১। লিভার সেফটি ভালব।
২। ডেড ওয়েট সেফটি ভালব।
৩। হাই ষ্টীম এন্ড লাে ওয়াটার সেফটি ভালব।
৪। স্পীং লােডেড সেফটি ভালর।