কোর ও কোর সামগ্রী নিয়ে বিস্তারিত আলোচনা
কোর কি?
কোরঃ ঢালাই দ্রব্যে ফাঁপা বা জটিল অংশ রাখিবার জন্য বিশেষ ধরনের বালি দ্বারা যে অতিরিক্ত অংশ মােল্ডের ভিতর স্থাপন করা হয় তাকে কোর বলে।
কোর কত প্রকার ও কি কি?
কোরের আকার এবং মােন্ডের ভিতর এর অবস্থান অনুসারে কোর কে নিম্ন লিখিত ভাবে শ্রেণী বিভাগ করা যায়ঃ
(১) হরাইজন্টাল কোর
(২) ভার্টিকাল কোর
(৩) ব্যালেন্সড কোর।
(৪) কভার কোর
(৫) হ্যাংগিং কোর
(৬) ষ্টপ অফ কোর
(৭) র্যাম আপ কোর
(৮) কিস্ কোর
কোর তৈরির দ্রব্যের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়ঃ
১) গ্রীন স্যান্ড কোর
২) ড্রাই স্যান্ড কোর।
৩) মেটাল কোর
কোরের প্রয়ােজনীয়তাঃ
ঢালাই কাজে নিম্ন লিখিত কারণে কোর ব্যবহার করা হয়ঃ
(১) কাষ্টিং এর ভিতর কোন স্থানে ফাঁপা স্থান, হােল এবং স্লট রাখার জন্য কোর ব্যবহার করা হয়।
(২) গেট ও রানারের ক্ষয় হ্রাস করার জন্য কোর ব্যবহার করা হয় ।
(৩) মােল্ডের তলকে শক্ত এবং উন্নত করার জন্য ।
(৪) গলিত ধাতু হতে অপদ্রব্য দূর করার জন্য স্ট্রেইনার হিসেবে কোর ব্যবহার করা হয়।
সাধারণ কাজের জন্য কোর বালির মিশ্রণ শতকরা পরিমানঃ
সাধারন কাজের জন্য কোর বালির মিশ্রণ নিম্নরূপ হয়ে থাকে।
(১) সিলিকা বালি - ৯৪%
(২) আলকাতরা - ১.৫%
৩) কোর তৈল – ১.৫%
(৪) পানি – ৩%
কোর তৈরিতে যে সব বাইন্ডার ব্যবহার করা হয় তাদের নামঃ
কোর তৈরিতে ব্যবহৃত বাইন্ডার সমুহঃ
১। রেজিন
২। সালফাইট
৩। শস্যাদির গুড়া
৪। আলকাতরা
৫। ফায়ার ক্লে
৬। বেন্টোনাইট
৭। আয়রন অক্সাইড।
দুইটি কোর ম্যাটেরিয়াল এর নামঃ
কোর তৈরীর ম্যাটেরিয়াল গুলাে হচ্ছেঃ
১। বালি
২। প্লাষ্টার অফ প্যারিস
একটি ভাল কোরের যেসব বৈশিষ্ট্য থাকা উচিৎঃ
ভাল কোরের বৈশিষ্ট্য নিয়ে দেওয়া হলােঃ
(১) কোর যথেষ্ঠ শক্তি ও কাঠিন্য সম্পন্ন হতে হবে।
(২) কোর পারমিয়েবল হইবে, যাতে উহার গ্যাস সহজে বের হয়ে যেতে পারে।
(৩) গলিত ধাতুর সংস্পর্শে আসিয়া উচ্চ তাপ সহ্য করিবার ক্ষমতা থাকতে হবে ।
(৪) কোর এর বালি কম গ্যাস সৃষ্টি করিবে।
(৫) ধাতু ঠান্ডা হইয়া জমাট বাধিলে যাহাতে উহার ভিতর হইতে কোর ভাঙ্গিয়া বের করা যায় এমন হতে হবে।
(৬) কোর বন্ধনীর উচ্চ তাপ নিরােধক ক্ষমতা সম্পন্ন হতে হবে।
কোর প্রিন্ট ও কোর সীট বলিতে কি বুঝ?
কোর প্রিন্টঃ কোর প্রিন্ট ও মােল্ডের ভিতর কোরকে ঠিকমত বসাইয়া রাখার জন্য কোরের যে বর্ধিত অংশ রাখা হয় তাকে কোর প্রিন্ট বলে।
কোর সীটঃ মােল্ডের ভিতর কোর প্রিন্ট দ্বারা সৃষ্ট ছাপকে কোর সীট বলে।
প্যাটার্ন এবং কোরের মধ্যে পার্থক্যঃ
প্যাটার্নঃ
১। প্যাটার্ন হচ্ছে কোন কিছুর নমুনা বা মডেল যাহার সাহায্যে বালিতে বা অনুরূপ দ্রব্যে ছাঁচ তৈরী করা হয়।
২। ইহা সাধারনত কাঠ,মােম,মেটাল ইত্যাদির তৈরী হয়ে থাকে।
৩। প্যাটার্ন একাধিক অংশ বিশিষ্ট হতে পারে।
কোরঃ
১। ঢালাই বস্তুতে ফাপা অংশ রাখার জন্য মােল্ডের ভিতর যে অতিরিক্ত অংশ রাখা হয় তাকে কোর বলে।
২। ইহা সাধারনত বালির তৈরী হয়ে থাকে।
৩। কোর সাধারনত এক অংশ বিশিষ্ট হয়ে থাকে।