মিলিং মেশিন কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

মিলিং মেশিন

মিলিং এবং মিলিং মেশিন কি? মিলিং কি কি বিষয়ের উপর নির্ভর করে?

মিলিং এবং মিলিং মেশিনঃ মিলিং শব্দটির আভিধানিক অর্থ চূর্ণকারি মেশিনের সাহায্যে চূর্ণ করণ বা কর্তন প্রক্রিয়া। অর্থাৎ চাপিত ঘূর্ণায়নশীল বহু দাঁত বিশিষ্ট যান্ত্রিক হাতিয়ার দ্বারা কাৰ্যবস্তুর উপর কর্তনজনিত চালনা কৌশলই হল মিলিং (Milling)। সহজ কথায় বলতে গেলে কাজের উপর বহুদন্তী কাটার বা বাটালির ক্রিয়া দ্বারা সম্পাদিত কর্তন প্রক্রিয়াকে মিলিং বলা হয়। যে মেশিনের সাহয্যে এ কর্মপ্রক্রিয়া সম্পাদন করা হয় তাকে মিলিং মেশিন বলা হয়। মিলিং নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে। যেমন-

(১) মিলিংকৃত জব

(২) মিলিং কাটার

(৩) মিলিং মেশিন

(৪) মিলার

(৫) মিলিং অপারেশন।

আরও পড়ুনঃ ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

মিলিং মেশিনের মূলনীতিঃ

মূলনীতিঃ মিলিং মেশিনে একটি ঘুরন্ত কাটার স্থির কার্যবস্তুকে কর্তন করে বিভিন্ন আকৃতি প্রদান করে। মিলিং কাটার অনেকগুলাে দাঁত বিশিষ্ট হয় ও মেশিন স্পিন্ডল এর আরবারে বেধে ঘুরান হয় কার্যবস্তুকে। মেশিনের টেবিলের ভাইসে বাঁধা হয় এবং ঘুরন্ত কাটারের নীচে দিয়ে আস্তে সরান হয়। ফলে কাৰ্যবস্তুর উপরের একটি স্তর কেটে যায়। সুতরাং মূলনীতি অনুসারে মিলিং মেশিন লেদের বিপরীত।

আরও পড়ুনঃ লেদ মেশিন কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

মিলিং মেশিনের প্রকারভেদঃ

(ক) হরাইজন্টাল মিলিং মেশিন। 

(খ) ভার্টিক্যাল মিলিং মেশিন।

(গ) ইউনিভার্সাল মিলিং মেশিন।

(ঘ) রােটারীবল মিলিং মেশিন।

মিলিং মেশিনের প্রধান অংশগুলাের নামঃ

মিলিং মেশিনের প্রধান অংশগুলাের নাম নিম্নে উল্লেখ করা হল। যথা-

(১)বেস

(২) নী

(৩) টেবিল 

(৪) কলাম

(৫) আরবার সাপাের্ট 

(৬) স্পিন্ডল 

(৭) ওভার আর্ম 

(৮) স্যাডেল

মিলিং মেশিনে ফিড স্টক কী?

মিলিং মেশিনে কাটারের সামনে এর প্রতি ঘূর্ণনে যতটুকু ম্যাটেরিয়াল কাটার জন্য এগিয়ে দেয়া হয়, তাই মিলিং মেশিনে ফিড।

আরও পড়ুনঃ শেপার মেশিন কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

আপমিলিং ও ডাউন মিলিং কি?

আপমিলিংঃ মিলিং কাটার যেদিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিড দিলে তাকে আপ মিলিং বলে।

আপ মিলিং
আপ মিলিং

ডাউন মিলিংঃ মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড সেদিকে দিলে তাকে ডাউন মিলিং বলে।

ডাউন মিলিং
ডাউন মিলিং

আপ মিলিং এর সুবিধা-অসুবিধাঃ 

সুবিধাসমূহঃ

(১) পরিষ্কার স্থান থেকে কাটারের প্রত্যেকটি দাঁত ম্যাটেরিয়াল কাটা শুরু করে এবং তাদের ওয়ার্ক পিস সারফেসের আঁশভেদ করতে হয় না।

(২) ফীডের চাপ ওয়ার্কপিসকে কাটারের দিকে চেপে ধরে এতে টেবিল মেকানিজমের ব্যাকল্যাশ দূরীভূত হয়।

(৩) এই পদ্ধতিতে শক্ত ও আশ যুক্ত কাস্ট আয়রন ও ফোর্জিং জবও মিলিং করা যায়।

অসুবিধাসমূহঃ

(১) কাটারের ধাক্কা ওয়ার্কপিসকে উর্ধ্বে উঠিয়ে ফেলতে চায় ।

(২) ওয়ার্কপিসের সারফেসে চ্যাটার মার্ক থেকে যায়।

(৩) কাটা শুরু করার পূর্বে কাটারের প্রত্যেকটি দাঁত ওয়ার্কপিসের তলে কিছুটা স্লাইড করে । এতে ঘর্ষণজনিত কারণে তাপ সৃষ্টি হয় ও কাটারের কাটিং এজ শীর্ষ বিনষ্ট হয় ।

(৪) দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ সম্ভব হয় না ।

(৫) গভীরতর কাট দেওয়া সম্ভব হয়না।

(৬) অধিক উৎপাদন কাজের জন্য সুবিধাজনক হয়।

ডাউন মিলিং এর সুবিধা-অসুবিধাঃ

সুবিধাসমূহঃ

(১) নিম্নমূখী চাপ ওয়ার্কপিসকে টেবিলের উপর চেপে রাখে।

(২) ওয়ার্কপিস ক্ল্যাম্পিং কিছুটা দুর্বল হলেও চলে কারণ কাটের নিম্ন

চাপ ওয়ার্কপিসকে টেবিলের উপর চেপে রাখে।

(৩) কাটারের কাটিং এজগুলাে ওয়ার্কপিস সারফেসে ঘর্ষণ হয় না ফলে অধিক তাপ সৃষ্টি হয় না ।

(৪) অধিকতর ডেফথ অব কাট দেয়া যায়।

(৫) দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ সম্ভব হয়।

(৬) উন্নতমানের গুণাগুণ সহ উৎপাদন বৃদ্ধি পায়।

অসুবিধাসমূহঃ

(১) ওয়ার্কপিসের সারফেসে অগভীর চ্যাটার চিহ্ন দেখা যায়।

(২) শক্ত ও আঁশ যুক্ত সারফেস বিশিষ্ট ওয়ার্কপিসের জন্য সুবিধাজনক নয়।

(৩) মেশিন অধিক অশ্বশক্তি সম্পন্ন হওয়া উচিৎ।

মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments) কি?

মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments): মিলিং এ্যাটাচমেন্ট বলতে মিলিং মেশিনের জন্য বিশেষ ভাবে নির্মিত কিছু অতি প্রয়ােজনীয় ডিভাইস (Device) কে বুঝায়, যা মিলিং মেশিনের সাথে সংযুক্ত করলে মেশিনের বহুমূখী কার্যসম্পাদন যােগ্যতা, কার্য দক্ষতা ও কার্য সম্পাদনের সুযােগ সুবিধা বৃদ্ধি করে।

আরও পড়ুনঃ লেদ মেশিন ও মিলিং মেশিনের মধ্যে পার্থক্য

মিলিং মেশিনে ব্যবহৃত এ্যাটাচমেন্টঃ

(১) ইনডেক্স/ ডিভাইডিং হেড (Index/Dividing Head)

(২) ভার্টিক্যাল মিলিং এ্যাটাচমেন্ট

(৩) স্লটিং এ্যাটাচমেন্ট ( (Sloting Attachment)

(৪) রােটারী এ্যাটাচমেন্ট (Rotary Attachment)

(৫) র‍্যাক মিলিং এ্যাটাচমেন্ট

(৬) ইউনিভার্সাল মিলিং এ্যাটাচমেন্ট

(৭) ইউনিভার্সাল ভাইস (Universal Vice)

(৮) সুইভেল ভাইস (Swivel Vice)

আপ মিলিং ও ডাউন মিলিং এর মধ্যে পার্থক্যঃ

আপ মিলিং ও ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ

আপ মিলিংঃ

১। যে মিলিং পদ্ধতিতে ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে ফিড দেয়া হয় তাকে আপ মিলিং বলে।

২। জবকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে এগিয়ে দেয়া হয় ।

৩। এ প্রকার মিলিং-এর অপর নাম কনভেনশনাল মিলিং।

৪। সাধারণত কাটারের উর্ধ্ব গতিতে ম্যাটেরিয়াল কাটে।

৫। বিকৃত চিপকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে।

ডাউন মিলিংঃ

১। যে মিলিং পদ্ধতিতে ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের গতির দিকে ফিড দেয়া হয় তাকে ডাউন মিলিং বলে।

২। জবকে ঘূর্ণায়মান কাটারের গতির দিকে এগিয়ে দেয়া হয়।

৩। এর অন্য নাম ক্লাইম্ব মিলিং।

৪। সাধারণত কাটারের নিম্ন গতিতে ম্যাটেরিয়াল কাটে।

৫। বিকৃত চিপের পুরুত্ব ক্রমাগত কমতে থাকে এবং বিছিন্ন হয়।

মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments) কি?

মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments):
মিলিং এ্যাটাচমেন্ট বলতে মিলিং মেশিনের জন্য বিশেষ ভাবে নির্মিত কিছু অতি প্রয়ােজনীয় ডিভাইস (Device) কে বুঝায়, যা মিলিং মেশিনের সাথে সংযুক্ত করলে মেশিনের বহুমূখী কার্যসম্পাদন যােগ্যতা, কার্য দক্ষতা ও কার্য সম্পাদনের সুযােগ সুবিধা বৃদ্ধি করে।

মিলিং মেশিনে ব্যবহৃত এ্যাটাচমেন্টঃ

(১) ইনডেক্স/ ডিভাইডিং হেড (Index/Dividing Head)
(২) ভার্টিক্যাল মিলিং এ্যাটাচমেন্ট
(৩) স্লটিং এ্যাটাচমেন্ট ( (Sloting Attachment)
(৪) রােটারী এ্যাটাচমেন্ট (Rotary Attachment)
(৫) র‍্যাক মিলিং এ্যাটাচমেন্ট
(৬) ইউনিভার্সাল মিলিং এ্যাটাচমেন্ট
(৭) ইউনিভার্সাল ভাইস (Universal Vice)
(৮) সুইভেল ভাইস (Swivel Vice)

মিলিং কাটার কি?

মিলিং কাটারঃ মিলিং মেশিনে যে বহু দাঁত যুক্ত কাটিং টুল ব্যবহার করে কাৰ্যবস্তু থেকে অতিরিক্ত ধাতু অপসারণ করা হয়, তাকে মিলিং
কাটার বলে করে।

বিভিন্ন প্রকার মিলিং কাটারের নামঃ

(১) প্লেইন/ হেলিক্যাল মিলিং কাটার 
(২) সাইড মিলিং কাটার
(৩) ফেইস মিলিং কাটার
(৪) এন্ড মিলিং কাটার
(৫) সাইড এন্ড ফেইস মিলিং কাটার
(৬) ফর্ম কাটার
(৭) এ্যাঙ্গুলার মিলিং কাটার

মিলিং কাটার নির্মাণে কি কি উপাদান ব্যবহার করা হয়?

মিলিং কাটার নিমার্ণে নিম্নলিখিত উপাদানগুলাে ব্যবহার করা হয়।
যথা-
(১) হাই কার্বন স্টীল।
(২) হাই স্পীড স্টীল।
(৩) খনিজ আবরণ যুক্ত কার্বাইড।
(৪) অলৌহজাত সংকর ধাতু।

কতগুলাে মিলিং অপারেশনের নামঃ

কতগুলাে মিলিং অপারেশনের নাম নিম্নে দেওয়া হলঃ
১। স্লটিং
২। সইং
৩। ড্রিলিং
৪। বােরিং
৫। গিয়ার কাটিং
৬। এ্যাংগেল কাটিং।
৭। মেশিনিং ফ্লাট সারফেস

একটি মিলিং টুলসের কি কি কোণ থাকে?

একটি মিলিং টুলসের নিম্ন লিখিত কোণ থাকেঃ
1. Lip angle 
2. Relief angle
3. Clearance angle 
4. Radial rake angle
5. Aproch angle.

এন্ড মিলিং এবং ফেস মিলিং বলিতে কি বুঝায়?

এন্ড মিলিংঃ মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের পরিধিকে জবের সারফেস বরাবর ধরা হয় তখন তাকে এন্ড মিলিং বলা হয়।
এন্ড মিলিং
এন্ড মিলিং
ফেস মিলিংঃ মিলিং মেশিনে অপারেশনের সময় যদি কাটিং টুলের ফেস জবের সারফেস বরাবর হয় তখন তাকে ফেস মিলিং বলে ।
ফেস মিলিং
ফেস মিলিং

সুইভেল ব্লকের কাজ কি?

সুইভেল ব্লক ডিভাইডিং হেড এবং বিভিন্ন প্রকার গিয়ার কাটার জন্য গিয়ার ব্ল্যাংক ধরতে ও ইনডেক্সিং। করতে ব্যবহৃত হয়। ইনডেক্স ক্র্যাংক এর কাজ কি?ইনডেক্স ক্র্যাংক ওয়ার্ম শ্যাফটকে ঘুরানাের জন্য ব্যবহার করা হয়।

এন্ড মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে পার্থক্যঃ

এন্ড মিলিংঃ

১। ইহা নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনে সূক্ষ কাজ করতে ব্যবহৃত হয়।
২। মেটেরিয়াল রিমুভাল রেট তুলনামূলক ভাবে কম।
৩। ইহাতে অপেক্ষাকৃত ছােট আকৃতির মিলিং কাটার টুলের পরিধি বরাবর কাটে।
৪। ইহাতে কাটার সুক্ষতা নির্ভর করে সেটিং এর দৃঢ়তা থ্রাষ্ট ফোর্স এবং পরিধি ও অক্ষ বরাবর কাটার গভীরতার উপর।

ফেস মিলিংঃ

১। ইহা সাধারন কাজের জন্য ব্যবহৃত হয়।
২। মেটেরিয়াল রিমুভাল রেট বেশি।
৩। ইহাতে বড় আকৃতির মিলিং কাটার পরিধির গভীরতা এবং সরু অক্ষ বরাবর কাটে।
৪। ইহাতে কাটারের আকার নির্ভর করে কার্য বস্তুর দৈর্ঘ্য এবং কাৰ্যবস্তুর ও কাটারের মধ্যকার ক্লিয়ারেন্স এর উপর।

ইনডেক্সিং কি? এর বিভিন্ন অংশের নামঃ

ইনডেক্সিংঃ জবের উপর মেশিনিং করার জন্য উহা কে নির্দিষ্ট পরিমাণ ঘুরানাের পদ্ধতিকে ইনডেক্সিং বলে। যেমনঃ মিলিং মেশিনে গিয়ার কাটার সময় উহাকে সূক্ষ পরিমাপে নির্দিষ্ট সময় অন্তর ঘুরাইতে হয়। ঘুরানাের কাজে ইনডেক্সিং হেড ব্যবহার করা হয়।

ইনডেক্স হেডের বিভিন্ন অংশঃ

(১) সুইভেল ব্লক (Swivel Block)
(২) স্পিন্ডল (Spindle)
(৩) ওয়ার্ম (Worm)
(৪) ওয়ার্ম গিয়ার/ হুইল (Worm Gear/Wheel)
(৫) ইনডেক্স ক্র্যাংক (Index Crank)
(৬) ইনডেক্স প্লেট (Index Plate)
(৭) সেক্টর আর্ম (Sactor Arm)
(৮) ইনডেক্স প্লেট লক পিন (Index Plate Lock Pin)

কি কি পদ্ধতিতে ইনডেক্সিং করা হয়?

পাঁচ ভাবে ইনডেক্সিং করা যায় সেগুলাে হলােঃ
1. Direct Indexing.
2. Simple or plain Indexing.
3. Compound Indexing.
4. Differential Indexing.
5. Angular Indexing.

কি কি পদ্ধতিতে মিলিং কাটার ধরা হয়?

মিলিং কাটার ধরার পদ্ধতি সমূহঃ
(ক) ছিদ্র যুক্ত কাটারকে আরবার এর মধ্যে ধরা হয় ।
(খ) যে সব কাটারের শ্যাংক আছে সেগুলােকে সরাসরি মিলিং মেশিনে আটকানাে হয় অথবা কোলেটের সাথে আটকিয়ে মিলিং মেশিনের স্পিন্ডল এর সহিত বােল্ট দ্বারা আটকানাে হয়।
(গ) বড় ব্যাসের ফেস মিলিং কাটার যাদের কোন শ্যাংক নেই তাদের সরাসরি স্পিন্ডল নােজ এর সাথে বােল্ট দ্বারা আটকানাে হয়।
(ঘ) কিছু স্ক্রু যুক্ত কাটারকে থ্রেড যুক্ত আরবার নােজ এর সাথে আটকানাে হয় এবং পরে স্পিন্ডলের সাথে আটকানাে হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url