মিলিং মেশিন কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
মিলিং এবং মিলিং মেশিন কি? মিলিং কি কি বিষয়ের উপর নির্ভর করে?
মিলিং এবং মিলিং মেশিনঃ মিলিং শব্দটির আভিধানিক অর্থ চূর্ণকারি মেশিনের সাহায্যে চূর্ণ করণ বা কর্তন প্রক্রিয়া। অর্থাৎ চাপিত ঘূর্ণায়নশীল বহু দাঁত বিশিষ্ট যান্ত্রিক হাতিয়ার দ্বারা কাৰ্যবস্তুর উপর কর্তনজনিত চালনা কৌশলই হল মিলিং (Milling)। সহজ কথায় বলতে গেলে কাজের উপর বহুদন্তী কাটার বা বাটালির ক্রিয়া দ্বারা সম্পাদিত কর্তন প্রক্রিয়াকে মিলিং বলা হয়। যে মেশিনের সাহয্যে এ কর্মপ্রক্রিয়া সম্পাদন করা হয় তাকে মিলিং মেশিন বলা হয়। মিলিং নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে। যেমন-
(১) মিলিংকৃত জব
(২) মিলিং কাটার
(৩) মিলিং মেশিন
(৪) মিলার
(৫) মিলিং অপারেশন।
আরও পড়ুনঃ ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
মিলিং মেশিনের মূলনীতিঃ
মূলনীতিঃ মিলিং মেশিনে একটি ঘুরন্ত কাটার স্থির কার্যবস্তুকে কর্তন করে বিভিন্ন আকৃতি প্রদান করে। মিলিং কাটার অনেকগুলাে দাঁত বিশিষ্ট হয় ও মেশিন স্পিন্ডল এর আরবারে বেধে ঘুরান হয় কার্যবস্তুকে। মেশিনের টেবিলের ভাইসে বাঁধা হয় এবং ঘুরন্ত কাটারের নীচে দিয়ে আস্তে সরান হয়। ফলে কাৰ্যবস্তুর উপরের একটি স্তর কেটে যায়। সুতরাং মূলনীতি অনুসারে মিলিং মেশিন লেদের বিপরীত।
আরও পড়ুনঃ লেদ মেশিন কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
মিলিং মেশিনের প্রকারভেদঃ
(ক) হরাইজন্টাল মিলিং মেশিন।
(খ) ভার্টিক্যাল মিলিং মেশিন।
(গ) ইউনিভার্সাল মিলিং মেশিন।
(ঘ) রােটারীবল মিলিং মেশিন।
মিলিং মেশিনের প্রধান অংশগুলাের নামঃ
মিলিং মেশিনের প্রধান অংশগুলাের নাম নিম্নে উল্লেখ করা হল। যথা-
(১)বেস
(২) নী
(৩) টেবিল
(৪) কলাম
(৫) আরবার সাপাের্ট
(৬) স্পিন্ডল
(৭) ওভার আর্ম
(৮) স্যাডেল
মিলিং মেশিনে ফিড স্টক কী?
মিলিং মেশিনে কাটারের সামনে এর প্রতি ঘূর্ণনে যতটুকু ম্যাটেরিয়াল কাটার জন্য এগিয়ে দেয়া হয়, তাই মিলিং মেশিনে ফিড।
আরও পড়ুনঃ শেপার মেশিন কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
আপমিলিং ও ডাউন মিলিং কি?
আপমিলিংঃ মিলিং কাটার যেদিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিড দিলে তাকে আপ মিলিং বলে।
আপ মিলিং |
ডাউন মিলিংঃ মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড সেদিকে দিলে তাকে ডাউন মিলিং বলে।
ডাউন মিলিং |
আপ মিলিং এর সুবিধা-অসুবিধাঃ
সুবিধাসমূহঃ
(১) পরিষ্কার স্থান থেকে কাটারের প্রত্যেকটি দাঁত ম্যাটেরিয়াল কাটা শুরু করে এবং তাদের ওয়ার্ক পিস সারফেসের আঁশভেদ করতে হয় না।
(২) ফীডের চাপ ওয়ার্কপিসকে কাটারের দিকে চেপে ধরে এতে টেবিল মেকানিজমের ব্যাকল্যাশ দূরীভূত হয়।
(৩) এই পদ্ধতিতে শক্ত ও আশ যুক্ত কাস্ট আয়রন ও ফোর্জিং জবও মিলিং করা যায়।
অসুবিধাসমূহঃ
(১) কাটারের ধাক্কা ওয়ার্কপিসকে উর্ধ্বে উঠিয়ে ফেলতে চায় ।
(২) ওয়ার্কপিসের সারফেসে চ্যাটার মার্ক থেকে যায়।
(৩) কাটা শুরু করার পূর্বে কাটারের প্রত্যেকটি দাঁত ওয়ার্কপিসের তলে কিছুটা স্লাইড করে । এতে ঘর্ষণজনিত কারণে তাপ সৃষ্টি হয় ও কাটারের কাটিং এজ শীর্ষ বিনষ্ট হয় ।
(৪) দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ সম্ভব হয় না ।
(৫) গভীরতর কাট দেওয়া সম্ভব হয়না।
(৬) অধিক উৎপাদন কাজের জন্য সুবিধাজনক হয়।
ডাউন মিলিং এর সুবিধা-অসুবিধাঃ
সুবিধাসমূহঃ
(১) নিম্নমূখী চাপ ওয়ার্কপিসকে টেবিলের উপর চেপে রাখে।
(২) ওয়ার্কপিস ক্ল্যাম্পিং কিছুটা দুর্বল হলেও চলে কারণ কাটের নিম্ন
চাপ ওয়ার্কপিসকে টেবিলের উপর চেপে রাখে।
(৩) কাটারের কাটিং এজগুলাে ওয়ার্কপিস সারফেসে ঘর্ষণ হয় না ফলে অধিক তাপ সৃষ্টি হয় না ।
(৪) অধিকতর ডেফথ অব কাট দেয়া যায়।
(৫) দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ সম্ভব হয়।
(৬) উন্নতমানের গুণাগুণ সহ উৎপাদন বৃদ্ধি পায়।
অসুবিধাসমূহঃ
(১) ওয়ার্কপিসের সারফেসে অগভীর চ্যাটার চিহ্ন দেখা যায়।
(২) শক্ত ও আঁশ যুক্ত সারফেস বিশিষ্ট ওয়ার্কপিসের জন্য সুবিধাজনক নয়।
(৩) মেশিন অধিক অশ্বশক্তি সম্পন্ন হওয়া উচিৎ।
মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments) কি?
মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments): মিলিং এ্যাটাচমেন্ট বলতে মিলিং মেশিনের জন্য বিশেষ ভাবে নির্মিত কিছু অতি প্রয়ােজনীয় ডিভাইস (Device) কে বুঝায়, যা মিলিং মেশিনের সাথে সংযুক্ত করলে মেশিনের বহুমূখী কার্যসম্পাদন যােগ্যতা, কার্য দক্ষতা ও কার্য সম্পাদনের সুযােগ সুবিধা বৃদ্ধি করে।
আরও পড়ুনঃ লেদ মেশিন ও মিলিং মেশিনের মধ্যে পার্থক্য
মিলিং মেশিনে ব্যবহৃত এ্যাটাচমেন্টঃ
(১) ইনডেক্স/ ডিভাইডিং হেড (Index/Dividing Head)
(২) ভার্টিক্যাল মিলিং এ্যাটাচমেন্ট
(৩) স্লটিং এ্যাটাচমেন্ট ( (Sloting Attachment)
(৪) রােটারী এ্যাটাচমেন্ট (Rotary Attachment)
(৫) র্যাক মিলিং এ্যাটাচমেন্ট
(৬) ইউনিভার্সাল মিলিং এ্যাটাচমেন্ট
(৭) ইউনিভার্সাল ভাইস (Universal Vice)
(৮) সুইভেল ভাইস (Swivel Vice)
আপ মিলিং ও ডাউন মিলিং এর মধ্যে পার্থক্যঃ
আপ মিলিং ও ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ
আপ মিলিংঃ
১। যে মিলিং পদ্ধতিতে ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে ফিড দেয়া হয় তাকে আপ মিলিং বলে।
২। জবকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে এগিয়ে দেয়া হয় ।
৩। এ প্রকার মিলিং-এর অপর নাম কনভেনশনাল মিলিং।
৪। সাধারণত কাটারের উর্ধ্ব গতিতে ম্যাটেরিয়াল কাটে।
৫। বিকৃত চিপকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে।
ডাউন মিলিংঃ
১। যে মিলিং পদ্ধতিতে ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের গতির দিকে ফিড দেয়া হয় তাকে ডাউন মিলিং বলে।
২। জবকে ঘূর্ণায়মান কাটারের গতির দিকে এগিয়ে দেয়া হয়।
৩। এর অন্য নাম ক্লাইম্ব মিলিং।
৪। সাধারণত কাটারের নিম্ন গতিতে ম্যাটেরিয়াল কাটে।
৫। বিকৃত চিপের পুরুত্ব ক্রমাগত কমতে থাকে এবং বিছিন্ন হয়।
মিলিং এ্যাটাচমেন্ট (Milling Attachments) কি?
মিলিং মেশিনে ব্যবহৃত এ্যাটাচমেন্টঃ
মিলিং কাটার কি?
বিভিন্ন প্রকার মিলিং কাটারের নামঃ
মিলিং কাটার নির্মাণে কি কি উপাদান ব্যবহার করা হয়?
কতগুলাে মিলিং অপারেশনের নামঃ
একটি মিলিং টুলসের কি কি কোণ থাকে?
এন্ড মিলিং এবং ফেস মিলিং বলিতে কি বুঝায়?
এন্ড মিলিং |
ফেস মিলিং |
সুইভেল ব্লকের কাজ কি?
এন্ড মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে পার্থক্যঃ
এন্ড মিলিংঃ
ফেস মিলিংঃ
ইনডেক্সিং কি? এর বিভিন্ন অংশের নামঃ
ইনডেক্স হেডের বিভিন্ন অংশঃ
কি কি পদ্ধতিতে ইনডেক্সিং করা হয়?
কি কি পদ্ধতিতে মিলিং কাটার ধরা হয়?
আরও পড়ুনঃ মিলিং মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা