রেজিষ্ট্যান্স ওয়েন্ডিং কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং
 রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং 

রেজিষ্ট্যান্স ওয়েন্ডিং কাহাকে বলে? এটি কত প্রকার ও কি কি?

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং হলাে মেকানিক্যাল নন-ফিউসন অথবা প্রেসার প্রসেস ওয়েল্ডিং যা সম্পূর্ণ বিদ্যুৎ চালিত স্বয়ংক্রিয় মেশিন ওয়েল্ডিং প্রক্রিয়া। অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে, ঐ তাপ দ্বারা দুইটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং বলে । ধাতব প্লেটকে গলানাের জন্য প্রয়ােজনীয় তাপশক্তি সৃষ্টিতে বৈদ্যুতিক রেজিষ্ট্যান্স ব্যবহার হার করা হয় বলে এর নাম রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং।

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং ৬ (ছয়) প্রকার। যথাঃ

১। স্পট ওয়েল্ডিং (Spot Welding) ।
২। সীম ওয়েল্ডিং (Seam Welding) ।
৩। প্রজেকশন ওয়েল্ডিং (Projection Welding) ।
৪। ফ্লাশ ওয়েল্ডিং (Flash welding) ।
৫। আপসেট ওয়েল্ডিং (Upset Welding)
৬। পারকাশন ওয়েল্ডিং

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর মূলতত্ত্ব  কি কি?

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং ডায়াগ্রাম
রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং ডায়াগ্রাম 

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর মূলতত্ত্বঃ কোন বস্তুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ঐ বস্তু বিদ্যুৎ প্রবাহের পথে বাধার সৃষ্টি করলে এতে তাপের সৃষ্টি হয়। এই রেজিষ্ট্যান্স বা বৈদ্যুতিক প্রতিরােধের কারনে সৃষ্ট তাপের মাধ্যমে ধাতু গলিয়ে ওয়েল্ডিং করা হয়। এটিই হলাে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং । ইলেকট্রিক রেজিস্ট্যান্সের কারণে সৃষ্ট উত্তাপ শক্তিকে কাজে লাগানােই হলাে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মূলনীতি ।

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধাসমূহঃ

সুবিধাসমূহঃ

(১) অধিক সংখ্যক উৎপাদনে ইহা বিশেষ উপযােগী ।
(২) দক্ষ কারিগরের প্রয়ােজন হয় না ।
(৩) কোন প্রকার ফিলার রড ব্যবহার করতে হয় না।
(৪) ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় না ।
(৫) দুটি ভিন্ন ধরনের ধাতুকে জোড়া দেওয়া যায় ।

অসুবিধাসমূহঃ

(১) রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর সরঞ্জামগুলাে ব্যয়বহুল।
(২) সরঞ্জাম রক্ষনাবেক্ষন বেশ জটিল।
(৩) বেশি পুরুত্বের ধাতুকে জোড়া দেওয়া যায় না।

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর ব্যবহারঃ

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর ব্যবহার: রেজিষ্ট্যাল ওয়েল্ডিং প্রধানত ওয়্যার, শীটমেটাল, প্লেট ইত্যাদি জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
যে সমস্ত যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা জিনিসপত্র রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পদ্ধতিতে জোড়া দিতে ব্যবহৃত হয়, তাদের মধ্যে রয়েছে অটোমােবাইল বডি, আসবাবপত্র, নানা ধরনের খেলনা, ব্রেক, রেফ্রিজারেশন কয়েল, ট্রাক্টর ও গাড়ীর ফুয়েল ট্যাংক টিউব, গ্রীলস ইত্যাদি। ধাতু বিবেচনায় ইস্পাত, রাঙ, দস্তা, তামা, এ্যালুমিনিয়াম, রূপা, সােনা প্রভৃতির ধাতুর তৈরি দ্রব্যাদি জোড়া দেওয়া হয়

রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এর তাপ প্রাপ্তির সূত্রটিঃ

বিদ্যুতের যে সূত্র হতে আমরা রেজিষ্ট্যান্স ওয়েল্ডিং এ তাপ পাই, তাহা নিম্নরূপঃ
H =I²RTK
এখানে,
H = কাজের উৎপাদিত মােট তাপ (ওয়াট সেকেন্ড)
I = বৈদুতিক কারেন্ট (এ্যাম্পিয়ার)
R = প্রতিরােধ বা রেজিষ্ট্যান্স (ওহম)
T = কারেন্ট প্রবাহের সময়কাল (সেকেন্ড)
K = তাপের অপচয় পূরনকারী কারেকশন ফ্যাক্টর (correction
Factor) যার মান সাধারনত 0.24 হয়ে থাকে।

তো চলুন উপরের সূত্রটি দিয়ে একটি সমস্যার সমাধান করে সূত্রটি বুুুঝার চেষ্টা করি।

★কোন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ 70 ভােল্টের 150 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে 2 sec এ একটি স্পট তৈরি করতে এতে কী পরিমান তাপের সৃষ্টি হবে। (K = 0.24)

Solution:
Given data,

V = 70 v

I= 150 Amp

t = 2 sec

K = 0.24

H =?

আমরা জানি,
R = V/I

    = 70/150

    = 0.4666666667

আবার,
H =I²RtK
    = (150)²x 0.4666666667 x 2 x 0.24
    = 5040 watt - sec (Ans)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url