আর্ক ওয়েল্ডিং মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা
আর্ক ওয়েল্ডিং মেশিন (Arc welding machine):
এই পদ্ধতিতে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ধাতব পদার্থ গলিয়ে দুটো মেটালকে একত্রিত করা হয়।
আর্ক ওয়েল্ডিং মেশিনের প্রধান অংশ (Main parts of arc welding machine):
● বহন করার হাতল (Carry handle)
● কারেন্ট সেটিং গেজ (Current setting gauge ) )
● সুইচ অন/অফ (On/off switch)
● কারেন্ট রেগুলেটিং নব (Current regularing knob)
● ইলেক্ট্রোড হোলডার (Electrode holder)
● আর্থ ক্লাম্প (Earth clamp)
● ওভার লোড বাতি (Overload LED)
আর্ক ওয়েল্ডিং মেশিনের ব্যবহার (Use of arc welding machine):
● ওয়েল্ডিং প্রক্রিয়াটি খুব সহজ এবং খরচ কম বিধায় অনেক জায়গায় এর ব্যবহার আছে।
● এই পদ্ধতিতে ভালো মানের ওয়েল্ডিং পাওয়া যায়।
● মেটাল জোড়া দেয়া এবং রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হয়।
● শীপ বিল্ডিং, পাইপ জোড়া দেওয়া, বিল্ডিং ও ব্রিজ কনস্ট্রাকসন, অটোমোবাইল এবং এয়ার ক্রাফট শিল্পে ব্যবহৃত হয়।
আর্ক ওয়েল্ডিং মেশিনের ব্যবহৃত ইকুইপমেন্ট (Equipment use of arc welding machine):
● বিদ্যুৎ সরবরাহ লাইন (এসি/ডিসি) (Power line)
● ইলেক্ট্রোড (Electrode)
● ইলেক্ট্রোড হোল্ডার (Electrode holder)
● লম্বা তার (Long electric cable)
● কানেক্টর (Cable connector)
● ক্যাবল লাগ (Cable lugs)
● হাতুড়ি (Hammer)
● আর্থিং ক্ল্যাম্প (Earthing clamp)
● তারের ব্রাশ (Wire brush)
● হ্যান্ড সিল্ড (Hand shield)
● নিরাপত্তা চশমা (Safety googles)
● আর্ক ওয়েল্ডিং মেশিন
● চামড়ার হ্যান্ড গ্লোভস (Leather hand glooves)
● এপ্রোন (Apron)
● নিরাপত্তা জুতো (Safety shoes)
আর্ক ওয়েল্ডিং মেশিন চালনা কৌশল (Operational procedure of arc welding machine):
ওয়েল্ডিং মেশিনের দু’টি লম্বা তারের একটিতে আর্থিং লাইন অপরটিতে ফেইজ লাইন থাকে। সার্কিট ব্রেকার থেকে তার দ্বারা মেশিনে সংযোগ দেয়া হয়। এই মেশিনে ১০-৫০০ ভোল্ট পর্যন্ত ৫টি টার্মিনাল থাকে। সার্কিট ব্রেকার অন করলে মেশিনে পাওয়ার যাবে।
জবের উপর নির্ভর করে ইলেক্ট্রোড ব্যবহার করতে হবে। কত ভোল্টে চালানো হবে (১০০-৫০০ ভোল্ট) তা সেট করে নিতে হবে। জবে আর্থিং লাইন দিতে হবে। জবের সংস্পর্শে ইলেক্ট্রোড আনার পর একটু দূরত্বে ধরলে স্ফুলিঙ্গ তৈরি হবে এবং প্রচণ্ড তাপ (৬,০০০-৭,০০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড) সৃষ্টি হবে।
ইলেক্ট্রোড ও মেটাল গলে জয়েন্ট তৈরি হবে। ইলেক্ট্রোডকে সমগতিতে একই দূরত্বে রেখে অগ্রসর হতে হবে। ঠাণ্ডা হলে ব্রাশ দিয়ে স্লাগ দূর করতে হবে।
আরও পড়ুনঃ আর্ক ওয়েল্ডিং জোড়ার বিভিন্ন ত্রুটিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা
আর্ক ওয়েল্ডিং মেশিন চালনায় নিরাপত্তা ও সতর্কতা (Safety and precaution of arc welding machin):
● ওয়েল্ডিং মেশিন চালনার ধারাবাহিক নিয়ম রপ্ত করে ওয়েল্ডিং করতে হবে।
● ওয়েল্ডিংয়ের স্থানে দাহ্য পদার্থ রাখা যাবে না।
● আর্কের উজ্জ্বলতা এবং আল্ট্রাভায়োলেট রশ্মি চোখে প্রদাহ সৃষ্টি করতে পারে।
● চোখকে নিরাপদে রাখার জন্য হ্যান্ড সিল্ড ব্যবহার করতে হবে।
● চামড়ার হ্যান্ড গ্লোভ্স, এপ্রোন ও নিরাপত্তা জুতো পরতে হবে।
● ওয়েল্ডিংয়ের সময় সৃষ্ট ধোঁয়া বিষাক্ত গ্যাসে পরিণত হতে পারে।
● ওয়েল্ডিংয়ের স্থানে বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
● স্বল্প/সরু জায়গায় ও বড় স্থাপনায় বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
● হাতের কাছে মেশিন বন্ধ করার সুইচ থাকতে হবে।
● ওয়ার্কপিচে আর্থিংয়ের ব্যবস্থা থাকতে হবে।
● ইনসুলেটেড হোল্ডারে গরম ইলেক্ট্রড রাখতে হবে।
● ইলেক্ট্রডগুলো ইনসুলেটেড বক্সে রাখতে হবে।
● কাজের সহযোগীকেও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।
● অগ্নি নির্বাপক যন্ত্র কাছাকাছি রাখতে হবে।
আরও পড়ুনঃ আর্ক ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা