গিয়ার ও পিনিয়নের মধ্যে পার্থক্য কি? বিস্তারিত আলোচনা
গিয়ার ও পিনিয়নের মধ্যে পার্থক্যঃ দুটি গিয়ারের মধ্যে বড়টিকে গিয়ার এবং ছোটটিকে পিনিয়ন বলে। সাধারণভাবে 2.5 সে.মি ব্যাসের নিচের গিয়ারকে পিনিয়ন বলে।
গিয়ারঃ গিয়ার হচ্ছে এক প্রকার চাকা বা হুইল যা অনুরুপ আরেকটি চাকা বা হুইল এর সাথে মিশে এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে শক্তি স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
আরও পড়ুনঃ গিয়ার কাকে বলে? গিয়ার কত প্রকার ও কি কি? গিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা
পিনিয়নঃ পিনিয়ন হলো সমান্তরাল দাঁত বিশিষ্ট এক ধরনের গোলাকৃতির চাকা যা ধাতব বা ফাইবার জাতীয় জিনিস কে সমান্তরাল দাঁতে আবর্তিত হয়ে গোলাকৃতি রূপ ধারণ করার পর সরাসরি সংস্পর্শের মাধ্যমে এক শ্যাফট থেকে আর এক শ্যাফট এ শক্তি স্থানান্তর করে যে জিনিস তাকে পিনিয়ন বলে।
আরও পড়ুনঃ গিয়ার বক্স কাকে বলে? গিয়ার বক্স কত প্রকার ও কি কি? গিয়ার বক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা
গিয়ার ও পিনিয়নের মধ্যে পার্থক্যঃ
গিয়ার ও পিনিয়ন এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ-
নং | গিয়ার | পিনিয়ন |
---|---|---|
১ | গিয়ার চালিত। | পিনিয়ন চালক। |
২ | গিয়ার এর দাঁতের সংখ্যা বেশি। | পিনিয়ন এর দাঁতের সংখ্যা কম। |
৩ | গিয়ার পিনিয়ন থেকে শক্তি নেয়। | পিনিয়ন ইঞ্জিন থেকে শক্তি নেয়। |
৪ | দুটি গিয়ারের মধ্যে বড়টিকে গিয়ার বলে। | ছোটটিকে পিনিয়ন বলে। সাধারণভাবে 2.5 সে.মি ব্যাসের নিচের গিয়ারকে পিনিয়ন বলে। |
৫ | গিয়ার এর RPM কম। | পিনিয়ন এর RPM বেশি। |
৬ | গিয়ার পিনিয়ন এর তুলনায় বড়। | পিনিয়ন গিয়ারের তুলনায় অনেক ছোট। |
৭ | গিয়ার আউটপুট শ্যাফট। | পিনিয়ন সবসময় ইনপুট শ্যাফট। |
৮ | গিয়ারের ব্যাস বড়। | পিনিয়নের ব্যাস ছোট। |
৯ | গিয়ার হল ড্রাইভার। | পিনিয়ন হল পাওয়ার ট্রান্সমিটার। |