মাসে লাখ টাকা আয় করার উপায়
ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয় করার উপায়ঃ
ডিজাইনিং শিখে মাসে লাখ টাকা আয়ঃ
ডিজাইনিং শিখে নিজের করা ডিজাইন গুলো অনলাইনে অনেক গুলো সাইটেই আপলোড করা যায়। যে গুলো পরে বিক্রি হলে নিজের একাউন্টে টাকা জমা হতে থাকে। প্রথম প্রথম হয়তো তেমন কোন টাকা আসবে না, কিন্তু এক সময় প্রতি মাসেই একটা ভালো রেভিনিউ আসতে থাকবে। যা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর তা থেকে কোন এক সময় আপনি প্রতি মাসে এক লাখ টাকা আয় করতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয়ঃ
ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে ওয়েব সাইট তৈরি করা যেতে পারে। একটা নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েব সাইট তৈরি করে তা থেকে সহজেই আয় করা যায়।এডভার্টাইজ বা এফিলিয়েট এর মাধ্যমে। এখানেও প্রথম প্রথম কিছু দিন সময় দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর ভালো রেভিনিউ আসতে থাকে। ওয়েব ডেভেলপমেন্ট ভালো ভাবে জানা থাকলে ওয়েব সাইটের জন্য টেমপ্লেট তৈরি করা যেতে পারে। যে গুলো সেল করে একটা ভালো রয়ালিটি ইনকাম জেনারেট করা যেতে পারে।
ভিডিও তৈরি করে মাসে লাখ টাকা আয়ঃ
নিজে কোন বিষয় দক্ষ হলে আরেক জনে কিভাবে তা শিখতে পারে, তার ভিডিও তৈরি করে সহজেই রেভিনিউ জেনারেট করা যায়। ইউটিউব সুন্দর একটি জায়গা। এ ছাড়াও রয়েছে করসেরা এর মত অনেক ওয়েব সাইট। যেখানে কোন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করে সেল করা যায়। ভিডিও তৈরি করা এমন কোন কঠিন কাজ নয়।
এছাড়া কোন একটা জায়গার ভিডিও করে তা থেকেও আয় করা যায়। আপনার এলাকার কোন জায়গার উপর ভিডিও তৈরি করতে পারেন। সেখানে তো সবাই যেতে পারে না। কিন্তু অনেকেই যেতে চায় বা দেখতে চায়। আর তাই এমন ভিডিও তৈরি করে আপলোড করলেও ভালো কিছু করা যায়। সিম্পল, কিন্তু ভালো রেভিনিউ।
সফটওয়ার ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয়ঃ
ডেভেলপমেন্ট জানলে সফটওয়ার তৈরি করা যেতে পারে। ভালো আইডিয়া থাকলে এবং ভালো সফটওয়ার তৈরি করতে পারলে একটা সফটওয়ার থেকেই যথেষ্ট রেভিনিউ আসতে থাকবে। সব সময় যে বড় কোন প্রজেক্ট করতে হবে তা না, সিম্পল কিন্তু ইফেক্টিভ কিছু দিয়েই ভালো কিছু করা সম্ভব। ক্রিয়েটিভ হলে ছোট খাটো কিন্তু কাজের সফটওয়ার তৈরি করা তেমন কঠিন কিছু না।
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয়ঃ
এছাড়া এখন মোবাইল মার্কেট গুলোতে রয়েছে ভালো ক্যারিয়ার। এন্ড্রয়েড, আইফোন বা উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ তৈরি করা যেতে পারে। যে সময় ধরে মানুষ চাকরি খুজবে, তার থেকে কম সময়ের মধ্যে এসব ডেভেলপমেন্ট স্কিল শেখা যায়।
এক রাতেই মিলিনিয়ার হওয়ার মত অনেক গুলো সুন্দর সুন্দর গল্প রয়েছে মোবাইল অ্যাপ নিয়ে। রয়ালিটি ইনকামের জন্য অ্যাপ সেলিং অবশ্যই সুন্দর এবং ভালো একটা পন্থা। সহজেই শেখা যায় এবং খুব দ্রুত রেভিনিউ জেনারেট করা যায়।
ফটোগ্রাফি করে মাসে লাখ টাকা আয়ঃ
অনেকের কাছেই ডি এস এল আর ক্যামেরা দেখা যায়। ক্যামেরা দিয়ে শুধু যে বিয়ে বা কোন জন্মদিনের পার্টির ফটোগ্রাফি করে আয় করা যায়, তা না। আরো অনেক সুন্দর সুন্দর পথ রয়েছে। নিজের ফটো ব্লগ খুলে তা থেকে আয় করা যায়। কোন একটা বিষয় খুজে তার উপর ফটোগ্রাফি করা যেতে পারে।অনলাইনে অনেক গুলো সাইট রয়েছে ফটো সেল করার। সে গুলো দেখা যেতে পারে। এমনকি পেশাদার ফোটোসুট করে আপনিও লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং করে মাসে লাখ টাকা আয়ঃ
এফিলিয়েট মার্কেটিং করে ও ভালো একটা রেভিনিউ জেনারেট করা যায়। তবে তো জানতে হবে কিভাবে করতে হয়। জানাটাও সহজ। কোন ইনিস্টিটিউটের দরকার পড়ে না এখন আর। গুগল এ গিয়ে সার্চ করলেই অনেক গুলো টিউটোরিয়াল হাজির হবে। একটা থেকে দেখা বা পড়া শুরু করলেই আস্তে আস্তে শিখে নেওয়া যাবে। দরকার শুধু ধৈর্য্যের।
ওয়েব ডিজাইন শিখে মাসে লাখ টাকা আয়ঃ
ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইটের সেই পার্ট যা ভিজিটররা দেখে থাকে। আর ওয়েব ডিজাইনার হচ্ছে সেই ব্যক্তি যে ভিজিটরের কাছে ওয়েবসাইটা দেখতে কেমন হবে তার কাঠামো তৈরি করে। একজন ভালো ডিজাইনার যানে কিভাবে একটা সাইটকে সুন্দর করে তুলতে হয়।
ওয়েব ডিজাইন শিখতে যেসব জানতে হবেঃ-
এইচটিএমএলঃ এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, শেখা খুব সহজ।
সিএসএসঃ এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ।
ফটোশপঃ এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট বানানো এছাড়া ব্যানার, বাটন, এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন।
ইউটিউব থেকে আয় করুন অ্যাডসেন্স দিয়ে মাসে লাখ টাকা আয়ঃ
এটাই ইউটিউব থেকে আয় করার সবথেকে জনপ্রিয় এবং বড় মাধ্যম। আমরা সকলেই জানি যে ইউটিউব হচ্ছে গুগল এর একটি সেবা। আবার গুগল অ্যাডসেন্স ও গুগলের। তাই ইউটিউব এর ব্যাপারে গুগলের প্রাধান্য অনেক। এমনকি আপনি মাত্র কয়েকটা ছোট ছোট ভিডিও দিয়েই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এপ্রুভ করাতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যাডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য ইউটিউব হচ্ছে অন্যতম সহজ একটি পদ্ধতি। সেরা আর্নাররা শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স ব্যাবহার করে মাসে কয়েক লক্ষ ডলার পর্যন্ত আয় করে থেকে।
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা আয়ঃ
ফ্রিল্যান্সিং কাজ যেভাবে হয়ঃ
আরও পড়ুনঃ অনলাইনে ইনকাম করার উপায় ২০২২