নরমালাইজিং কি? নরমালাইজিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা
নরমালাইজিং এর সূচনাঃ
ধাতুকে ঊর্ধ্ব ক্রিটিক্যাল তাপমাত্রায় উপরে ৫০° থেকে ১০০° সেঃ তাপমাত্রায় উত্তপ্ত করে কিছু সময় চুলির বাহিরে রেখে মুক্তবায়ুতে শীতল করে ফলে মিডিয়াম কার্বন স্টিলের শক্তি বৃদ্ধি পায়, সুষম হয় ও প্রাকৃতিক বৈষম্য রহিত হয় এবং ভঙ্গুরতা হ্রাস পায়।
নরমালাইলজিং প্রক্রিয়া (Normalizing process):
স্টিলকে উর্দ্ধ ক্রিটিক্যাল তাপমাত্রার উপরে ৫০°C তাপমাত্রায় কিছু সময় রেখে চুল্লির বাইরে মুক্ত বায়ুতে শীতল করাকে নরমাইলাজিং বলে। কামারশালায় ফোর্জিং করার সময় ধাতুখন্ডের অভ্যন্তরীণ প্রকৃতির বৈষম্য ঘটে ফলে ধাতু খন্ডটি ভঙ্গুর হয়ে পড়ে। এ পদ্ধতিতে ধাতু খন্ডের এই বৈষম্যকে দূর করে একে সুষম ও এক প্রকৃতিক (Homogenous) করা সম্ভব হয়ে থাকে। এ পদ্ধতিকেই নরমালাইজিং বলে।
আরও পড়ুনঃ ধাতু কাকে বলে? ধাতু কত প্রকার ও কি কি? ধাতু সম্পর্কে বিস্তারিত আলোচনা
নরমালইজিংএর প্রয়োগ ক্ষেত্রে (Application Field of Normalizaing):
১। রোলিং (Rolling), ফোজিং (Forging) স্ট্যামপিং (Stamping) প্রভৃতি কার্যের জন্য স্টীলে যে মোটা গ্রেনের সৃষ্টি হয়, নরমালাইজিং করলে মিডিয়াম কার্বন স্টিলের শক্তি বৃদ্ধি পায়। লো কার্বন স্টিলে মেশিনেবিলিটি, ওয়েল্ড এর গাঠনিক পরিবর্তন হয়। অভ্যন্তরীণ পীড়ন (Internal Stress) হ্রাস পায়।
২। যে সমস্ত যন্ত্রাংশ উচ্চ পীড়নে (Stress) ব্যবহৃত হয় সে সমস্ত স্টিলের যন্ত্রাংশে চূড়ান্ত তাপক্রিয়া হিসেবে নরমালাইজিং করা হয়।
আরও পড়ুনঃ সংকর ধাতু কী? সংকর ধাতু সম্পর্কে বিস্তারিত আলোচনা
নরমালাইজিং পদ্ধতি বর্ণনা (Description of Normalizing Process):
স্টিলকে হার্ডেনিং-এর আগে নরমালাইজিং করে নিতে হয়। নরমালাইজিং-এর তাপমাত্রা স্টিলের মধ্যে কার্বনের পরিমাণের উপর নির্ভর করে।
নরমালাইজিং এর প্রয়োজনীয়তা (Needs of Normalizing):
নরমালাইজিং-এর প্রয়োজনীয়তা নিম্নে দেওয়া হলোঃ
১। এই পদ্ধতি ধাতুকে সাধারণ ও সুষম অবস্থায় আনয়ন করে।
২। মুক্ত বায়ুতে শীতল করায় ধাতুর গাঠনিক গুণাগুণের পরিবর্তন করে।
৩। স্টিলের আভ্যন্তরীণ স্ট্রেস দূর করে এবং ক্ষুদ্র দানার সৃষ্টি করে।
৪ । স্টিলের সৃষ্ট মোটা দানা দূর করে এবং মেশিনেবলিটি বৃদ্ধি করে।
৫। যান্ত্রিক গুণাগুণ বৃদ্ধি করে উত্তমরূপে মেশিনিং-এর জন্য উপযোগী করে।
৬। স্টিলকে হার্ডেনিং করার পূর্বে এই পদ্ধতির প্রয়োজন হয়।
৭। ধাতু রোলিং, কাস্টিং, ফোর্জিং এ ওয়েলডিং করার সময় ভেতরকার স্ট্রেস দূর করে।
৮। ধাতুর অভ্যন্তরীণ বৈষম্যকে স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ হার্ডেনিং কি? হার্ডেনিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা
অ্যানেলিং এবং নরমালাইজিং এর মধ্যে পার্থক্যঃ
নংঃ | অ্যানেলিং | নরমালাইজিংঃ |
---|---|---|
১ | চুল্লির মধ্যে ধীরে ধীরে ঠাণ্ডা করা হয়। | বায়ুতে ঠাণ্ডা করা হয়। |
২ | স্টিলকে কম শক্তি দেয়। | স্টিলকে বেশি শক্তি দেয়। |
৩ | স্টিলকে বেশি % ইলংগেশন দেয়। | স্টিলকে কম % ইলংগেশন দেয়। |
৪ | নরমালাইজিং-এর চেয়ে খরচ বেশি। | অ্যানেলিং-এর চেয়ে খরচ কম। |
৫ | নরমালাইজিং এর চেয়ে অ্যানেলিং স্টিল বেশি নরম এবং ম্যালিয়েবল। | অ্যানেলিং-এর চেয়ে নরমালাইজড স্টিল বেশি শক্ত। |
আরও পড়ুনঃ কিউপোলা চুল্লি কি? কিউপোলা চুল্লি সম্পর্কে বিস্তারিত আলোচনা