সাইন বার (Sine Bar) সম্পর্কে বিস্তারিত আলোচনা
সাইন বারঃ
সাইন বার হলো মজবুত এবং অধিক মাত্রায় ফিনিশ ক্রোমিয়াম স্টিলের তৈরি একটি বার ( Bar), যা উভয় প্রান্তে দুইটি সিলিন্ড্রিক্যাল রোলারের উপর ভর করে থাকে। রোলারদ্বয়ের কেন্দ্র দূরত্ব ব্রিটিশ পদ্ধতিতে ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি হয়ে থাকে এবং মেট্রিক পদ্ধতিতে ইহা ১০০ মি.মি. বা ২৫০ মি.মি. হয়ে থাকে। রোলারদ্বয়ের কেন্দ্র দূরত্বই হলো সাইন বারের মাপ।
সাইন বারের তল রোলারের বটমের সাথে সমান্তরাল, এবং ইহার তলের সূক্ষ্মতা ১ ইঞ্চির মিলিয়ন ভাগের ৫০ ভাগ। ইহা খুব সূক্ষ্ম, সঠিকতা ও যথার্থতার সাথে অ্যাঙ্গেল, বিভেল ও টেপার মাপতে এবং চিহ্নিত করতে ব্যবহৃত হয়। সাইনবার ব্যবহার নির্ভর করে ত্রিকোণোমিতির সাইনের মানের উপর।
চিত্রঃ সাইন বার। |
সাইন বার ব্যবহারের প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
নিম্নোক্ত যন্ত্রপাতি সাইন বার ব্যবহারে ব্যবহৃত হয়-
১. সারফেস প্লেট (Surface plate)
২. স্লিপ গেজ (Slip gauge)
৩. ক্ল্যাম্প (Clamp)
৪. ডায়াল ইন্ডিকেটর (Dial Indicator
৫. অ্যাঙ্গেল প্লেট (Angle plate)
৬. সাইন সেন্টার (Sine Centre)
সাইন বারের প্রয়োগক্ষেত্রঃ
সাধারণত প্রোট্র্যাক্টর বা ভার্নিয়ার বিভেল প্রোট্র্যাক্টর-এর সাহায্যে যে সকল বস্তু বা যন্ত্রাংশের কোণের পরিমাপ সূক্ষ্মভাবে নেওয়া সম্ভব নয়, সেখানে সাইনবার ব্যবহৃত হয়। কোন তৈরি করা ওয়ার্কপিসের টেপার, কোণ, বিভেল ইত্যাদির পরিমাপ অতি সূক্ষ্মতার সাথে যাচাই করার জন্য সাইন বার ব্যবহার করা হয়। মেশিনশপে লেদ, মিলিং, শেপার ইত্যাদি মেশিনে ওয়ার্কর্পিসকে সঠিক কোণে বাঁধার জন্য সাইন বার ব্যবহার করা হয়।
চিত্রঃ সাইন বার এর ব্যবহার কৌশল। |
নিম্নোক্ত প্রয়োজনে সাইন বার ব্যবহার করা হয়। যথাঃ-
১। প্রয়োজনীয় অ্যাঙ্গেলে ওয়ার্কপিস সেট করতে।
২। টেপার কোণ নির্ণয় করতে।
৩। ঢালু ওয়ার্কপিসের ঢাল নির্ণয় করতে।
৪ । অ্যাঙ্গেলের পরিমাণ নির্ণয় করতে।
৫। বেভেল গিয়ার পরীক্ষা করতে।
৬। অ্যাঙ্গেল ব্লক পরীক্ষা করতে।
৭। টেপার কী পরীক্ষা করতে।
৮। টেপার প্লাগ গেজ পরীক্ষা করতে।
সাইন বারের যত্ন ও রক্ষণাবেক্ষণঃ
সাইন বারের যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হলো-
১) দীর্ঘ দিন ব্যবহারের প্রয়োজন না হলে সাইন বারের প্রতিটি অংশে ভালো করে তৈলের পাতলা আবরণ দিয়ে যথাস্থানে রাখতে হবে।
২) সাইন বারকে ব্যবহারের পূর্বে ও পরে খালি হাতে না ধরে লেদার গ্লাভস বা টিস্যু পেপার দিয়ে ধরতে হবে।
৩) সাইন বারে ব্যবহৃত গ্লিপ গেজের উপর যাতে ধুলাবালি, ময়লা ইত্যাদি না পড়ে এবং যাতে কোন আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
৪) ব্যবহারের পর প্রত্যেকবার ভালোভাবে পরিষ্কার করে সাইন বার ও তার অ্যাকসেসরিজগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখতে হবে।
৫) সাইন বার গ্লিপ গেজগুলি অতিসূক্ষ্ম পরিমাপক যন্ত্র বিধায়, তাদের যত্নের সাথে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে।
ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers) সম্পর্কে বিস্তারিত আলোচনা