বৈদ্যুতিক মোটরের প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা
বৈদ্যুতিক মোটরের প্রকারভেদ ও ব্যবহারঃ
বৈদ্যুতিক মোটর দিয়ে আমরা বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করে থাকি। একই মোটর দিয়ে আবার সব কার্য সম্পাদন করা যায় না। সব মোটর আবার একই ধরনের বিদ্যুতে চলে না। আসুন, আমরা আলোচনার মাধ্যমে বৈদ্যুতিক মোটরের প্রকারভেদ ও ব্যবহারগুলো জেনে নেই।
বিদ্যুতের ধরনের উপর ভিত্তি করে মোটরকে প্রথমত দু'ভাগে ভাগ করা যায়। যথাঃ-
(ক) ডাইরেক্ট কারেন্ট (ডি.সি.) মোটর।
(খ) এল্টারনেটিং কারেন্ট (এ. সি.) মোটর।
ক) ডাইরেক্ট কারেন্ট (ডি.সি.) মোটরকে নিম্নভাগে ভাগ করা যায়।
এদের ব্যবহার সহ শ্রেণিবিভাগ নিচে দেয়া হলোঃ
১। শান্ট মোটর (Shunt):
শান্ট মোটর (Shunt) এর ব্যবহারঃ-
১। লেদে (Lathe) ব্যবহৃত হয়।
২। সেন্ট্রিফিউিগাল (Centrifugal) পাম্পে ব্যবহার করা যায়।
৩। মেশিন টুলস (Machines tools) এ ব্যবহৃত হয়।
৪। ব্লোয়ার ও পাখা (Blowers and fans) পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
৫। রেসিপ্রোকেটিং (Receprocating) পাম্প হিসেবে ব্যবহার করা যায়।
৬। ধ্রুব গতি (Constant speed) সম্পন্ন চালক হিসেবে ব্যবহার করা যায়।
২। সিরিজ মোটর (Series motor):
সিরিজ মোটর (Series motor) এর ব্যবহারঃ
১। বৈদ্যুতিক ইতস্তত সঞ্চারী (Electric Locamotives) ট্ৰলী গাড়ী ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
২। কোন ভারী বস্তু উত্তোলনের কাজে ব্যবহৃত হয় (Cranes and hoists)।
৩। বহনকারী (Conveyors) হিসেবে ব্যবহৃত হয়।
৩। কমিউলেটিভ কম্পাউন্ড মোটর (Comulative Compound Motor):
কমিউলেটিভ কম্পাউন্ড মোটর (Comulative Compound Motor) এর ব্যবহারঃ
১। উত্তোলক (Elevators) হিসেবে ব্যবহৃত হয়।
২। বহনকারী (Conveyors) হিসেবে ব্যবহৃত হয়।
৩। হেভী প্লেনার (Heavy planers) হিসেবে ব্যবহার করা যায়।
৪। রোলিং মিলে (Rolling mills) এ ব্যবহৃত হয়।
খ) অল্টারনেটিং কারেন্ট (এ.সি.) মোটরকে নিম্নভাগে ভাগ করা যায়
১। মোটরের মূলনীতির উপর ভিত্তি করেঃ
● সিনক্রোনাস (Synchronous) মোটরঃ
● এসিনক্রোনাস (Asynchronous) মোটর।
একে পুণরায় দু'ভাগে ভাগ করা যায়। যথাঃ-
১ । ইন্ডাকশন (Induction) মোটর।
ইন্ডাকশন (Induction) মোটর ব্যবহারঃ বৈদ্যুতিক পাখা, সেন্ট্রিফিউগাল ফ্রীজের কম্প্রেশর, ব্লোয়ার বহনকারী বার্ন ক্লিনার (Barn clear) ডিপ-টিউব ওয়েল ইত্যাদি কাজে ইন্ডাকশন মোটর ব্যবহৃত হয়ে থাকে।
ইন্ডাকশন মোটরকে পুনরায় দু'ভাগে ভাগ করা যায়। যথাঃ-
ক) স্কুয়িরাল কেজ (Squirrel cage)।
খ) পিপ রিং (ঝষরঢ় ত্রহম) বা ওন্ড রোটর (Wound rotor)।
২। কমিউটেটর মোটর (Commutator motors)।
একে পুনরায় নিম্নভাগে ভাগ করা যায়। যথাঃ-
ক) সিরিজ বা ইউনিভারর্সাল (Series or Universal)।
খ) কম্পেনসেটেড (Compensated)।
গ) সান্ট (Shunt)।
ঘ) রিপালশন (Repulsion)।
ঙ) রিপালশান স্টার্ট ইন্ডাকশন (Repulsion start induction)।
চ) রিপালশান ইন্ডাকশন (Repulsion enduction)।
কমিউটেটর মোটর (Commutator motors) এর ব্যবহারঃ- কমিউটেটর মোটর সাধারণত পোরটেবল টুলস (Protable tools) কিচেন এপলায়েন্স (Kitchen appliance) হিসেবে ব্যবহৃত হয়।
ফেজের (Phase) উপর ভিত্তি করেঃ-
● সিংগেল ফেজ (Single-phase) মোটরঃ
সিংগেল ফেজ (Single-phase) মোটর এর ব্যবহারঃ- বৈদ্যুতিক পাখা, সেন্টিফিউগাল পাম্প, কম্প্রেসর, বহনকারী ব্লোয়ার শস্য শুষ্ক করার জন্য সেচ পাম্প, বান ক্লিনার ডিপ-টিউব ওয়েল ইত্যাদি কাজে সিংগেল ফেজ মোটর ব্যবহৃত হয়।
● থ্রি ফেজ (Three-phase) মোটরঃ-
থ্রি ফেজ (Three-phase) মোটর এর ব্যবহারঃ- বড় বড় কারখানায় শস্য শুষ্ক করার পাখা, সেচ পাম্প উত্তোলক বহনকারী ইত্যাদি কাজে থ্রি ফেজ মোটর ব্যবহৃত হয়ে থাকে।
মোটরের গতির উপর ভিত্তি করেঃ-
১। ধ্রুব গতি (Constant speed) সম্পন্ন মোটর।
২। পরিবর্তনশীল গতি (Variable speed) সম্পন্ন মোটর।
৩। এডজাষ্টটেবল স্পিড (Abjustable) মোটর।
ব্যবহারঃ- লিফ্ট, ক্রেন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
নিম্নে ছকের সাহায্যে বৈদ্যুতিক মোটরের প্রকারভেদ দেখানো হলোঃ-
সারমর্মঃ বিদ্যুতের ধরনের উপর ভিত্তি করে, মোটরের মূলনীতির উপর ভিত্তি করে, ফেজের উপর ভিত্তি করে, মোটরের গতির উপর ভিত্তি করে মোটরকে বিভিন্নভাবে ভাগ করা যায়। বিভিন্ন ধরনের মোটর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
আরও পড়ুনঃ অল্টারনেটর কি? কত প্রকার ও কি কি? অল্টারনেটর কিভাবে কাজ করে? বিস্তারিত জানুন