Person & Number সম্পর্কে বিস্তারিত আলোচনা (Lesson-01)

Person

যে Word দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Person বলে।

ইহা ৩ প্রকার। যথাঃ-

No. Person Name Example
01 First person I, we, our, me, us
02 Second person you, your
03 Third person He, She, They, Him, Her, Their, it, Tiger, Lion, Shamim etc.


01. First Person: যে word দ্বারা 'আমি' বোঝায় তাকে First person বলে। যেমনঃ I- আমি, we- আমরা, our-আমাদের, me- আমাকে, us-আমাদেরকে ইত্যাদির সবগুলোর মধ্যে আমি বিদ্যমান, তাই এরা First Person.

02. Second Person: you - তুমি, your - তোমার, এই দুটি word দ্বারা শুধু তুমি বোঝায় তাই এ দুটি Second Person.

03. Third Person: First person & Second person এর উদাহরণ গুলো বাদে বাকীসব কিছু Third Person। যেমনঃ He - সে,  She - সে (স্ত্রীবাচক), They - তারা, It - ইহা, Him - তাকে, His - তার, Them - তাদেরকে। তাছাড়া সকল ব্যক্তি ও বস্তুর নাম। যেমনঃ Shamim, Tiger etc. Third Person এর সংখ্যা সবচেয়ে বেশী। 

H/W: সকল Person এর উদাহরনগুলো মনে রাখতে হবে।

Number

যে word দ্বারা কোন সংখ্যা বোঝানো হয়, তাকে Number বলে। সংখ্যা দ্বারা একটি বা একের অধিক বোঝানো হয়। তাই ইহা ২ প্রকার। যথাঃ-

01. Singular Number - ১টি সংখ্যা বোঝায়। যেমন- Book- বই।

02. Plural Number - এর অধিক বোঝায়। যেমন- Books- বইগুলো।


Singular Number গুলোকে কতগুলো নিয়মে ফেলে Plural Number করা যায়। নিয়ম গুলো নিচে দেওয়া হলোঃ

Rule-01: সাধারনত Singular Number এর শেষে "s' যোগ করে Plural Number করা যায়। যেমনঃ

Singular Plural
Pen (কলম) Pens (কলম গুলো)
Book (বই) Books ( বই গুলো )
Boy (ছেলে) Boys (ছেলে গুলো )
Girl (মেয়ে) Girls (মেয়ে গুলো)
Tree (গাছ) Trees (গাছ গুলো )
Ship  জাহাজ) Ships (জাহাজ গুলো)


Rule-02: Singular Number এর শেষে x, s, ss, sh, ch (চ এর মত উচ্চারণ) , x ও z থাকলে Plural করার সময় তাদের পরে es যোগ হয়। যেমনঃ

Singular Plural
Bus Buses
Dish Dishes
Branch Branches
Box Boxes
Fez Fezes
Ass Asses
Fox Foxes


Rule-03: Singular Number এর শেষে y থাকলে এবং y এর পূর্বে Consonant এর যেকোন একটি letter থাকলে যেমন (Baby), Plural করার সময় y উঠে ies যোগ করতে হয়। যেমনঃ

Singular Plural
Baby Babies
Story (গল্প) Stories (গল্প গুলো)
Army Armies
Fly (মাছি) Flies (মাছি গুলো)
Body Bodies
Country Countries
Lady Ladies

Note: a, e, i, o, u এই পাঁচটি Latter কে Vowel বলা হয়, এছাড়া বাকি সবগুলো Latter কে Consonant বলা হয়।


Rule-04: Singular Number এর শেষে y থাকলে y এর পূর্বে কোন Vowel থাকলে (যেমন- Boy), Plural করার সময় শুধু 's' যোগ করতে হয়। যেমনঃ

Singular Plural
Boy Boys
Day Days
Toy Toys
Monkey Monkeys
Attorney Attorneys
Play (নাটক) Plays (নাটকগুলি)

Note: a, e, i, o, u এই পাঁচটি Latter কে Vowel বলা হয়, এছাড়া বাকি সবগুলো Latter কে Consonant বলা হয়।


Rule-05: Singular Number এর শেষে f বা fe থাকলে plural এর সময় f বা fe উঠে 'ves' হয়। যেমনঃ

Singular Plural
Leaf (পাতা) Leaves (পাতা গুলো)
Wife Wives
Loaf (রুটি) Loaves (রুটিগুলো)
Knife Knives
Life Lives
Calf (বাছুর) Calves (বাছুর গুলো)
Half Halves
Shelf Shelves
Self Selves
Sheaf Sheaves
Wolf Wolves


ব্যতিক্রমঃ

Singular Plural
Man (মানুষ) Men (মানুষ গুলো)
Woman (স্ত্রীলোক) Women (স্ত্রীলোক গুলো)
Foot (পা)

Feet (পা গুলো)

Tooth (দাঁত) Teeth (দাঁত গুলো)
Mouse (ইঁদুর) Mice (ইঁদুর গুলো)
Louse (উঁকুন) Lice

Ox (ষাড়)

Oxen
Child (শিশু) Children

Fisherman (জেলে)

Fishermen
Datum (উপাত্ত) Data
Focus (কেন্দ্র) Foci
Axis (অক্ষ) Axes


Rule-06: ch এর উচ্চারণ  ' ক ' এর মত হলে Singular Number এর শেষে ' s ' যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Monarch (মনাক) Monarchs (সম্রাট)
Stomach ( স্টমাক) Stomachs
Matriarch (মেটরিয়াক) Matriarchs


Rule-07: কতগুলো Noun এর শেষে ' f ' থাকলেও শুধু ' s ' যোগ করে Plural করা হয়। যেমনঃ

SingularPlural
Brief Monarchs (সম্রাট)
BeliefStomachs
ChiefChiefs
CliffCliffs
Dwarf (বামন)Dwarfs
Gulf (উপসাগর)Gulfs


Rule-08: Singular Number এর শেষে ' o ' থাকলে এবং  ' o ' এর পূর্বে একটি Constant থাকলে 'es' যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Echo (প্রতিধ্বনি)
Echoes
Buffalo (মহিষ) Buffaloes
Hero Heroes
Mango Mangoes
Mosquito Mosquitoes
Zero Zeroes


Rule-09: Photo, Piano, Radio, Canto, Dynamo, Quarto ইত্যাদি Noun গুলোর শেষে ' o ' থাকলে এবং ' o ' এর পূর্বে একটি Consonant থাকলেও শুধু ' s ' যোগ করে plural করা হয়।

Singular Plural
Photo Photos
Dynamo Dynamos
Piano Pianos
Canto Cantos
Quartos Quartos
Quango Quangos


Rule-10: কতগুলো Noun এর মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Man Men
Tooth Teeth
Woman Women
Goose (রাজহাঁস) Geese
Foot Feet

Note: a, e, i, o, u এই পাঁচটি Latter কে Vowel বলা হয়, এছাড়া বাকি সবগুলো Latter কে Consonant বলা হয়।


Rule-11: কতগুলো Noun এর মাঝের Vowel এবং Consonant পরিবর্তন করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Dormouse Dormice
Louse (উকুন) Lice
Mouse (ইঁদুর) Mice


Rule-12: কতগুলো Noun এর শেষে en, ren, ne যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Brother Brethren
Child Children
Ox Oxen


Rule-13: বর্ণ , সংখ্যা বা প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে Plural করা হয়।

Singular Plural
B.A. B.A's
five five's
t t's
2 2's


Rule-14: কতকগুলো Noun শুধু Plural হয়। যেমনঃ alms (ভিক্ষা), amends (ক্ষতিপূরণ), annals (ইতিবৃত্ত, বর্ষভিত্তিক ঘটনার বিবরণ), assets (সম্পদ), ashes (ছাই), belongings (অস্থাবর সম্পত্তি), bowels/entrails (নাড়িভুঁড়ি), dregs (তলানি), eaves (ঘরের ছাঁইচ), environs (শহরতলী), fetters (শৃঙ্খল), nuptials (বিবাহ), obsequies (অন্ত্যেষ্টিক্রিয়া), proceeds (আয়), savings (সঞ্চয়), surroundings (পরিবেষ্টনি), thanks (ধন্যবাদ), tidings (সংবাদ), vitals (জীবনীশক্তি) ইত্যাদি। এছাড়া cattle, police, people, public, poultry, gentry, vermin সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়। 

Rule-15: দুই অংশ বিশিষ্ট Noun গুলো Plural হয়। যেমনঃ trousers (পাজামা), spectacles/glasses (চশমা), pants (প্যান্ট), jeans (জিন্স), scissors/shears (কাঁচি), bellows (হাপর), ইত্যাদি। 

Rule-16: measles (হাম), mumps (গলাফুলা, পনসিকা) এরা দেখতে Plural হলেও Singular হিসেবে ব্যবহৃত হয়।

Rule-17: Abuse (গালাগালি),  Advice, Alphabet (বর্ণমালা), Bread (রুটি, খাদ্য), Furniture, Issue (বংশধর, সন্তানসন্ততি), Knowledge (জ্ঞান, অবগতি, অভিজ্ঞতা), Information, Poetry (পৌইট্রি, কাব্য), Scenery (সিনারি-দৃশ্য), ইত্যাদি Uncountable Noun গুলি সর্বদাই Singular রূপে ব্যবহৃত হয়। তাই সাধারণত এদের সাথে s/es যুক্ত হয় না।

Rule-18: Uncountable Noun, যেমনঃ advice, bread, baggage, equipment, furniture, information, knowledge, money, machinery, poetry, research, traffic ইত্যাদি এর সাথে s/es যুক্ত হয়ে Plural হয় না।

Rule-19: Ethics, Economics, Electronics, Mathematics, Politics, Physics, News, Gallows (ফাঁসিকাঠ) Innings ইত্যাদি Noun গুলো দেখতে Plural হলেও Singular হিসেবে ব্যবহৃত হয়।

Rule-20: deer (হরিণ), sheep (ভেড়া, মেষ), swine (ছুয়াইন-শুয়োর), price (পাইস-পয়সা), cannon (ক্যানান-কামান), corps (কোর-বিশেষ সেনাদল), offspring (সন্তানসন্ততি, বংশধর), series (ক্রম), species (স্পীশীজ্, প্রজাতি), aircraft (উড়োজাহাজ), hovercraft (প্লবযান), spacecraft (মহাকাশযান), dice (পাশা), public, chassis এদের Singular ও Plural একই রকম থাকে।

Rule-21:  carp (পোনামাছ), cod (কড মাছ), salmon (স্যামন মাছ), pike (বান মাছ) , trout এদের Singular ও Plural একই রকম থাকে। 

Rule-22: pair (জোড়া), dozen (ডাজন, ডজন), gross (গ্রৌস, ১২ ডজন, ১৪৪), score (স্কোর-কুড়ি, বিশ), hundred, thousand, million এদের Singular ও Plural একই রকম থাকে। উদাহরণঃ I have three pair of shoes (আমার তিন জোড়া জুতা আছে)

তবে dozen, gross, score, hundred, thousand, million etc. এদের পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে। যেমন: some dozens, many dozens কিন্তু এদের plural + of দ্বারা এদের দ্বিত্ব বোঝায়। যেমনঃ hundreds of times (শত শত বার), thousands of people (হাজার হাজার লোক)।

Foreign Plurals:

Latin:

Rule-1: Singular Number এর শেষে um থাকলে Plural করার সময় um এর পরিবর্তে a বসবে। কখনও কখনও Singular Number এর সঙ্গে s যোগ করে Plural করা হয়। তবে প্রশ্নপ্রত্রে দুটিই থাকলে um = a গ্রহণ করতে হবে।

Singular Plural
Addendum (পরিশিষ্ট, সংযোজন) Addenda
Agendum (বিচার্য বিষয়) Agenda
Alluvium (পলল, পলি) Alluvia
Aquarium (কাঁচের মৎস্যাধার) Aquaria / Aquariums
Bacterium (ব্যাকটেরিয়া) Bacteria
Candelabrum (ঝাড়বাতিদান) Candelabra
Curriculum (পাঠ্যক্রম) Curricula
Corrigendum (শুদ্ধিপত্র) Corrigenda
Cranium (মাথার খুলি) Crania / Craniums
Datum (তথ্য, উপাত্ত) Data (ডেটা)
Dictum (সত্য বাণী, নীতিবাক্য) Dicta
Encomium (উচ্চ প্রশংসা) Encomia / Encomiums
Effluvium (দূষিত বাষ্পকণা) Effluvia
Epithalamium (বিবাহের গান) Epithalamia / Epithalamiums
Erratum (শুদ্ধিপত্র)

Errata

Exemplum (দৃষ্টান্ত, উদাহরণ) Exempla
Exordium (ভূমিকা) Exordia / Exordiums
Fulcrum (উপস্তম্ভ) Fulcra / Fulcrums
Forum (আলোচনা সভা) Fora / Forums
Flagellum (বেত্রদণ্ড) Flagella
Gymnasium (ব্যায়ামাগার) Gymnasia / Gymnasiums
Hypogastrium Hypogastria
Hilum (ডিম্বনাভি) Hila
Idolum (ভাবমূর্তি) Idola

Memorandum (স্মারক, স্মারকলিপি)

Memoranda / Memorandums
Momentum (ভরবেগ, গতিবেগ) Momenta
Medium (মাধ্যম) Media
Operculum Opercula
Optimum (সর্বানুকুল অবস্থা) Optima
Ovum (ডিম্বাণু) Ova
Plectrum Plectra
Referendum (গণভোট) Referenda
Symposium (আলোচনা সভা) Symposia
Stratum (স্তর) Strata
Spectrum (বর্ণালি) Spectra
Ultimatum (চরমপত্র, শেষ শর্ত) Ultimata / Ultimatums


Rule-2: Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসবে।

Singular Plural
Analysis (বিশ্লেষণ) Analyses
Axis (অ্যাকসিস, অক্ষ, অক্ষরেখা) Axes (অ্যাকসিজ)
Basis (ভিত্তি) Bases (বেইসিজ)
Crisis (সংকট) Crises (ক্রাইসিজ)
Diagnosis (রোগ নির্ণয়) Diagnoses
Hypothesis (অনুমান) Hypotheses
Oasis (মরুদ্যান) Oases (ওউএইসিজ)
Thesis (থিসিস্-প্রবন্ধ) Theses (থিসিজ)
Parenthesis (বন্ধনী) Parentheses

Synopsis (সংক্ষিপ্তসার)

Synopses


Rule-3: Singular Number এর শেষে us থাকলে Plural করার সময় us এর স্থলে i হবে অথবা us + es যোগ করতে হবে।

Singular Plural
Alumnus (প্রাক্তন ছাত্র) Alumni
Focus (কেন্দ্র) Foci/Focuses
Genius (প্রতিভা) Genii/Geniuses
Radius (ব্যাসার্ধ) Radii/Radiuses
Stimulus (উদ্দিপক) Stimuli (স্টিমুলাই)

Locus (সঞ্চারপথ)

Loci (লৌছাই)
Syllabus (পাঠ্যসূচি) Syllabi/Syllabuses
Terminus (শেষপ্রান্ত)Termini/Terminuses


Exceptional (নিয়মের ব্যতিক্রম):

SingularPlural
Genus (গণ) Genera
Corpus (লেখা সঙ্কলন) Corporal/Corpuses


Rule-4: Singular Number এর শেষে a থাকলে এর সাথে e অথবা ta অথবা s যোগ করে Plural করতে হবে।

Singular Plural
Alumna (প্রাক্তন ছাত্রী) Alumnae
Agenda (আলোচ্যসূচি)

Agendas [এটি ব্যতিক্রম] [সাধারণত গ্রহণযোগ্য নয়]

Formula (সূত্র, পদ্ধতি) Formulae/Formulas
Exanthemata (রোগবিশেষ) Exanthema
Dogma (ধর্মমত, মতবাদ) Dogmata/Dogmas
Stigma (কলঙ্কের দাগ) Stigmata/Stigmas
Vertebra (কশেরুকা) Vertebrae


Rule-05: Singular Number এর শেষে ix/ex থাকলে Plural করার সময় ix/ex এর পরিবর্তে ices বসবে অথবা এর সাথে es যোগ করতে হবে। তবে প্রশ্নপত্রে দুইটিই থাকলে প্রথম নিয়মটি (ices) গ্রহণ করতে হবে।

Singular Plural
Radix (উৎস) Radices
Index (সূচক, নির্ঘণ্ট) Indexes (in books) / Indices (in mathematics)
Vertex (শীর্ষ)

Vertices

Appendix (পরিশিষ্ট)

Appendices (medical terms) / Appendixes (in books)



Greek:

Rule-01: Singular Number এর শেষে on থাকলে plural করার সময় on এর পরিবর্তে a বসবে।

Singular Plural
Criterion (মানদণ্ড) Criteria
Phenomenon Phenomena (ফেনোমেনা)


French:

Rule-01: Singular Number এর শেষে u থাকলে Plural করার সময় এর সাথে x অথবা s যোগ করতে হবে।

Singular Plural
Bureau (ব্যুরো, দপ্তর)

Bureaux / Bureaus

Flambeau (মশাল) Flambeaux / Flambeaus
Bandeau (চুলের ফিতা) Bandeaux
Milieu (পারিপার্শ্বিকতা) Milieux
Plateau (মালভূমি) Plateaux / Plateaus
Adieu (বিদায়) Adieux / Adieus


Rule-02: Singular Number (Hebrew/French etc.) হতে plural number অন্যভাবেও হতে পারে।

Singular Plural
Mr Messrs, Mesdames
Mrs, Madam (French) Mesdames, Ladies
Monsier (French) Messieurs
Bandit (Italian) (দস্যু) Banditti/Bandits
Cherub (Hebrew) Cherubim/Cherubs
Seraph (Hebrew) Seraphim/Seraphs


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url