চার ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

চার ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের দুই কারাগার থেকে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। আজ শনিবার এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে।

চার ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া হয়।

গাজা যুদ্ধবিরতির শর্ত মেনে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় এই বন্দী বিনিময় সম্পন্ন হয়েছে।

এর আগে প্রথম দফায় হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। তার বিনিময়ে ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে। এই হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url