দেশে কোন সেনা শাসনের আশঙ্কা নেই: উপদেষ্টা মাহফুজ
মাহফুজ আলম: “আমরা হাসিনাকে উৎখাত করেছি নিজেদের রক্তের বিনিময়ে”
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, আমরা এবার কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি, আমরা ছাত্র–জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। তিনি আরও বলেন, হাসিনার তাঁবেদারি করার যে প্রক্রিয়া ছিল, তা আমরা নস্যাৎ করেছি এবং নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। এখন আমরা কারও কাছে মাথানত করব না। আমরা ৩ আগস্টই বলেছিলাম, ওয়ান–ইলেভেন চাই না।
দেশে এক-এগারো পরিস্থিতি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো সম্ভাবনা নেই। আমরা এক–এগারো চাই না। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এ মন্তব্য তিনি শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে করেন।
চলমান সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনঃ
চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে মাহফুজ আলম বলেন, অনেক কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছে এবং শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগে সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি যোগ করেন, এই সংস্কারগুলো মুখের বুলি নয়। শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, সেগুলো সংস্কার না করে আমরা নির্বাচন করতে পারি না।
মাহফুজ আলম আরও বলেন, হাসিনার প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের মা-বোনেরা গুম-খুন, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন, রাজনৈতিক নেতা-কর্মীরা আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, এবং জেল খেটেছেন। এসব প্রতিষ্ঠান ও দালালদের উৎখাত করতে হবে এবং খুনিদের বিচার করতে হবে, তারপরই নির্বাচন হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যঃ
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে মাহফুজ আলম উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।